সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি– ২০১৮ এর বিজ্ঞপ্তি

বৃত্তির স্পন্সরঃ সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন
যারা আবেদন করতে পারবেঃ অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রী, যারা ২০১৮ সালে অনুষ্ঠিত SSC বা মাধ্যমিকি বা সমমানের
পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম ফলাফল –
পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম ফলাফল –
বিজ্ঞান শাখায়ঃ জিপিএ ৫.০,
বাণিজ্য শাখায়ঃ জিপিএ ৪.৫ এবং
মানবিক শাখায়ঃ জিপিএ ৪.০ অর্জন করেছে।
বৃত্তির পরিমাণঃ মাসিক ১,৫০০/- টাকা (জুলাই ২০১৮ – জুন ২০২০); বই পুস্তক বাবদ এককালীন প্রদান করা হবে ৪,০০০/- টাকা
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ নিচের ঠিকানায় ১৬ আগস্ট, ২০১৮
আবেদন ফরম পাঠানোর ঠিকানা :
সি.এস.আর এন্ড এডমিনিস্ট্রেশন
সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন
ইউনুস সেন্টার, ৬ষ্ঠ তলা, ৫২-৫৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
কোন মন্তব্য নেই