স্কুল ম্যানেজিং কমিটি (SMC) গঠনের নীতিমালা-২০১২
স্কুল ম্যানেজিং কমিটি (SMC) গঠনের নীতিমালা-২০১২। সম্মানীত
ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত
জানাচ্ছি। অনুগ্রহপূর্বক,
পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত নতুন পোষ্টের আপডেট
পেতে-প্লিজ, সাইটের “ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি
ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক
দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন
ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে
আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।
পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে
এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন,
মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক
প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য
বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক
প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন
আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট,
পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণারয়ের ১৫ নভেম্বর ২০১২ খ্রি: তারিখে জারিকৃত এস. এম. সি গঠনের নীতিমালায় বর্ণিত তথ্য মোতাবেক-
১। কমিটি গঠনঃ
১.১ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক - সদস্য সচিব
১.২ প্রাথমিক বিদ্যালয়টি যে এলাকায় অবস্থিত ঐ এলাকার একজন বিদ্যোৎসাহী মহিলা - সদস্য
১.৩ প্রাথমিক বিদ্যালয়টি যে এলাকায় অবস্থিত ঐ এলাকার একজন বিদ্যোৎসাহী পুরুষ। - সদস্য
১.৪ বিদ্যালয়ের একজন জমিদাতা (যদি থাকেন), - সদস্য
১.৫ একই উপজেলার সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের
একজন শিক্ষক/শিক্ষিকা (মহিলা শিক্ষককে অগ্রাধিকার দিতে হবে) - সদস্য
১.৬. সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের মধ্যে থেকে নির্বাচিত একজন
(মহিলা শিক্ষককে অগ্রাধিকার দিতে হবে)। - সদস্য
১.৭-১.৮ ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে নির্বাচিত দু'জন মহিলা অভিভাবক - সদস্য
১.৯-১.১০ ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে নির্বাচিত দু’জন পুরুষ অভিভাবক - সদস্য
১.১১ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য/মিউনিসিপ্যাল এলাকার সংতিষ্ট - সদস্য
ওয়ার্ড কমিশনার
২| কমিটি গঠন পদ্ধতিঃ
২.১ কমিটির সদস্যসংখ্যা সভাপতিসহ মোট ১১ জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ব্যতিরেকে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। পদাধিকারবলে প্রধান/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য সচিব নির্বাচিত হবেন। ২.২ ক্রমিক নং ১.২ ও ১.৩ এর সদস্যগণ যে এলাকায় বিদ্যালয় অবস্থিত সে এলাকার স্থানীয় মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত হবে; ২.৩ ক্রমিক নং ১.৪ এর এর ক্ষেত্রে কমিটিতে একজন জমিদাতা সদস্য থাকবেন। জমিদাতা/উত্তরাধিকারী একাধিক হলে তাদের মধ্য থেকে মনোনীত একজন, অথবা নিজেরা মনোনীত করতে না পারলে উপজেলাপরিষদ কর্তৃক পরিষদের সভার সিদ্ধান্তক্রমে জমিদাতা সদস্য মনোনীত করতে হবে;
২.৪ ক্রমিক নং ১.৫ এর সদস্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা কর্তৃক মনোনীত হবেন;
২.৫ ক্রমিক নং ১.৬ এর ক্ষেত্রে বিদ্যালয়ের সকল শিক্ষক সদস্য মনোনয়ন/নির্বাচন করবেন;
২.৬ ক্রমিক নং ১.৭.১.৮,১.৯, ও ১.১০-এর সদস্যগণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক দ্বারা নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোন শিক্ষক ক্রমিক নং ১.৭.১.৮,১.৯ ও ১.১০ এ নির্দেশিত অভিভাবক-সদস্য হতে পারবেন না। সংশ্লিষ্ট সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের নেতৃত্বে অভিভাবক সদস্য পদে নির্বাচিন পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার উক্ত নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন উপজেলা/থানা অফিসারকে প্রদান করবেন অভিভাবক সদস্য নির্বাচনে নিম্নোক্ত শর্তসমূহ প্রযোজ্য হবে;
ক) ক্রমিক নং ১.৭, ১.৮, ১.৯, ও ১.১০ এ বর্ণিত সদস্য নির্বাচনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাতা ও পিতা | উভায়ই ভোটাধিকার প্রাপ্ত হবেন;
খ) সদস্য নির্বাচনের ব্যয় মনোনয়নপত্র বিক্রয়লদ্ধ অর্থ হতে মিটাতে হবে। মনোনয়নপত্রের মূল্য বিদ্যালয়ব্যবস্থাপনা কমিটি (এড-হক) নির্ধারন করবে;
গ) প্রধান শিক্ষক কর্তৃক ভর্তি রেজিস্টার ও হাজিরা খাতার ভিত্তিতে নূন্যতম ৬০ দিন পূর্বে প্রস্তুতকৃত খসড়া | ভোটার তালিকা সংশ্লিষ্ট সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার চূড়ান্ত করবেন;
২.৭ ক্রমিক নং ১.১১ এ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য/পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার পদাধিকার বলে সদস্য হবেন;
২.৮ একই ব্যক্তি একাদিক্রমে দুই বারের অধিক একই বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হতে পারবেন না:
২.৯ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য লিখিতভাবে সভাপতিকে অবহিত না করে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে অথবা মৃত্যু বা অন্যকোন কারণে দায়িত্ব পালনে অপারগ হলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এরূপ ক্ষেত্রে, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক উপজেলা/থানা শিক্ষা অফিসার-এর অনুমােদনক্রমে কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য শূন্য পদ নির্ধরিত প্রক্রিয়া অনুসরণপূর্বক পূরণ করা যাবে
২.১০ কোন সরকারী, রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে কোন যুক্তিসঙ্গত কারণে ব্যবস্থাপনা কমিটি গঠন করা সম্ভব না হলে সাময়িকভাবে সর্বোচ্চ ছয় মাসের জন্য এডহক কমিটি গঠন করা যেতে পারে। ৬ (ছয়) মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ১৯৮৫ আওতায় অসদাচরণ এর দায়ে দায়ি হবেন।
এ ব্লগের সম্মানীত ভিজিটররা পূর্ণাঙ্গ নীতিমালা এখানে দেখতে পারবেন।
আর্টিকেলটি ভালো
লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার
টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই