BLOG-POLICY
“অলগেজেটস ডট কম” নামের বাংলা ব্লগটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছে। এখানে চেষ্টা করা হয়েছে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পত্র, পরিপত্র এক জায়গায়, একস্থানে সন্নিবেশ ঘটানোর। এখানে সংযোজিত কোন পত্র, পরিপত্র, কোন আইন, বিধি, প্রজ্ঞাপন, সরকারি নির্দেশনায় কোন অনিচ্ছাকৃত ভুলক্রটির জন্য ব্লগের লেখককে দায়ী না করবার আবেদন রাখছি। সম্মানীত পাঠকদের অনুরোধ জানাচ্ছি মূল পত্র, পরিপত্র, আইন, বিধি, প্রজ্ঞাপন প্রভৃতি দেখে সিদ্ধান্ত নেবার।
এখানে সংযোজিত কোন বিধি-বিধান/আইন সম্পর্কে সংশয় দেখা দিলে কিংবা ব্যাখ্যার প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট বিধি-বিধান প্রণয়নকারী মন্ত্রণালয়/বিভাগ হতে তা নিশ্চিত হবার অনুরোধ রাখছি।
ব্লগটি সম্মানীত পাঠকদের প্রয়োজন মেটাতে পারলে আমার পরিশ্রমকে সার্থক মনে হবে।
অলগেজেটস ডট কম (www.allgazettes.com/) ব্লগে মন্তব্য/পোস্ট লেখার পূর্বে আমাদের নীতিমালা সমূহ পড়ে নিন। ব্লগে আপনাকে অবশ্যই আমাদের নীতিমালাসমূহ মেনে মন্তব্য/পোস্ট করতে হবে। অন্যথায়, অলগেজেটস ডট কম (www.allgazettes.com/) -এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
নীতিমালাসমূহ:
১. এটি একটি প্রযুক্তি,
শিক্ষা ও জীবন-ঘনিষ্ট বিষয় সংশ্লিষ্ট ব্লগ। তাই ব্লগে
মন্তব্য/পোস্ট/ লেখা প্রকাশ করতে চাইলে লেখাটি অবশ্যই প্রযুক্তি, শিক্ষা
ও জীবন-ঘনিষ্ট বিষয় সংশ্লিষ্ট হতে হবে।
২. কোন ব্যাক্তি/ব্লগ/ওয়েবসাইট/গোষ্ঠী/রাজনৈতিকদল/প্রতিষ্ঠান/ ধর্ম কে হেয় বা ভাবমূর্তি নষ্ট করে এমন কিছু লেখা /মন্তব্য
করা যাবে না।
এমন কোন ছদ্মনাম বা মন্তব্য দেয়া যাবে না যা যেকোন ব্যাক্তি, গোষ্ঠী, ওয়েবসাইট, রাজনৈতিক সংগঠন বা ধর্মকে হেয় বা ব্যাঙ্গ করে।
৩.
রাষ্ট্র/দেশের ক্ষতি হয় এমন কোন মন্তব্য/পোস্ট লেখা যাবে না।
৪.
বাংলাদেশের গর্বিত মুক্তিযুদ্ধ এবং এর সঙ্গে সম্পৃক্ত কোন ব্যক্তি/প্রতিষ্ঠানকে কটাক্ষ
ও অসম্মান করে কোন মন্তব্য/পোস্ট লেখা যাবে না।
৫.
মিথ্যা, অপ্রাসঙ্গিক, অশ্লীল, অন্যের ক্ষতি করে বা কপিরাইট আইন ভঙ্গ করে এমন মন্তব্য/পোস্ট
লেখা যাবে
না।
৬.
প্রযুক্তি, শিক্ষা ও জীবন-ঘনিষ্ট বিষয় সংশ্লিষ্ট কোন মন্তব্য/পোস্ট
লেখতে চাইলে নির্ভরযোগ্য মাধ্যমসহ লেখতে হবে।
৭.
পোস্টের মন্তব্যে কাউকে
কটাক্ষ/ছোট করে অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক, গালিগালাজমূলক, অশালীন বা আপত্তিকর শব্দ/বাক্য লেখা যাবে না।
৮. কাউকেই এমন কথা বলা যাবে না, যা তাকে এই সাইট ভিজিট করতে নিরুৎসাহিত করে।
৯. আংশিক মন্তব্য/পোস্ট লিখে বাকিটুকু পড়ার জন্য অন্য ব্লগ বা নিজের ব্যক্তিগত ব্লগের ঠিকানা দেয়া যাবেনা। এখানেই সম্পূর্ণটা লিখতে হবে।
১০. শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কোন লিঙ্ক দেয়া যাবে না। বিজ্ঞাপন অথবা এফিলিয়েট জাতীয় Ads ও এফিলিয়েট লিঙ্ক দিয়ে করা শর্ট লিঙ্ক (Short Link) ব্যবহার করা যাবে না।
১১. ব্যাক্তিগত মোবাইল/টেলিফোন নাম্বার/ইমেইল ঠিকানা প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ইমেইলে কোন ফিলে/লিঙ্ক দেয়া যাবে না।
১২. পর্ণ সাইটের লিঙ্ক বা পর্ণ ছবি/ভিডিও এই
সাইটে প্রকাশ করা একেবারেই
যাবে না।
১৩. শুধুমাত্র প্রচারনার উদ্দেশ্যে একই সাইটের বিভিন্ন উপাদান নিয়ে বিভিন্ন ভাবে লেখা যাবে না।
১৪. শুধুমাত্র বাণিজ্যিক প্রচারনার উদ্দেশ্যে ব্যাবহৃত অপ্রয়োজনীয় লিংক বা কথাবার্তাকে নিরুৎসাহিত করা হবে।
১৫. লেখক/পাঠক একে অন্যকে যথাযথ
সম্মান করে জবাব/মন্তব্য করতে হবে।
১৬. অনলাইনে আয় বিষয়ক লেখা সমূহ অবশ্যই সঠিক তথ্যসমৃদ্ধ
ও যুক্তি সঙ্গত হতে হবে। তবে রেফারেল সংগ্রহ, নিজের দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক স্বার্থে কোন প্রকার লেখা প্রকাশ করা যাবে না।
১৭.
কোন সফটওয়্যারের সিরিয়াল, ক্র্যাক, কীজেন ইত্যাদি ব্লগে সরাসরি প্রকাশ করা যাবে না। তবে লিঙ্ক দেয়া যাবে অথবা প্রয়োজনে অন্য কোন শেয়ারিং সাইটে আপলোড করে লিঙ্ক দেয়া যাবে। তবে এই ব্যাপারে লিঙ্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপত্তি করলে তা অপসারণ করা হবে। ক্র্যাক, কীজেন ইত্যাদি ফাইল ব্লগে শেয়ার করলে তা অবশ্যই https://www.virustotal.com/ স্ক্যান করে তার রিপোর্টের লিঙ্ক সহকারে পাবলিশ করতে হবে।
১৮. মন্তব্য/লেখা মানসম্মত না হলে প্রকাশ না করা বা প্রকাশিত মন্তব্য/লেখা বাদ দেয়ার অধিকার
“অলগেজেটস
ডট কম (www.allgazettes.com/)” কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
২০.
নীতিমালা ভঙ্গহয় এমন যে কোন কার্যক্রম কর্তৃপক্ষ কোন বিজ্ঞপ্তি ছাড়াই নিয়ন্ত্রন করতে পারবেন।
২১.
সর্বাবস্থায় “অলগেজেটস
ডট কম (www.allgazettes.com/)” কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
২২. এ ব্লগের কোন লেখা/পোষ্ট/কন্টেন্ট বানিজ্যিক উদ্দেশ্যে
ব্যবহার করা কপিরাইট আইনে নিষিদ্ধ।
এই ব্লগে প্রকাশিত কোন লেখা, ছবি, মন্তব্যের দায়দায়িত্ব “অলগেজেটস
ডট কম (www.allgazettes.com/)” কর্তৃপক্ষ বহন করবে না।
মন্তব্যকারি/লেখকের উপর সম্পূর্ণ দায়-দায়িত্ব বর্তাবে।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
কোন মন্তব্য নেই