Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স কাজের অর্থ ব্যয়ের শর্তাবলি: - সকল গেজেট এক ঠিকানায়

ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স কাজের অর্থ ব্যয়ের শর্তাবলি:

 

ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স কাজের অর্থ ব্যয়ের শর্তাবলি:

ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স কাজের অর্থ ব্যয়ের শর্তাবলি:

 

:অর্থ ব্যয়ের শর্তাবলি:

ক) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন / ব্যয় করা যাবে না।

 

খ) এ বরাদ্দ হতে অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না।

 

গ) এই ব্যয় কোন ক্রমেই সংযুক্ত তালিকায় বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন উপখাত এবং কোড এ ব্যয় করা যাবে না।

 

ঘ) সরকারী আর্থিক বিধি বিধান অনুসরণপূর্বক অর্থ ব্যয় করতে হবে।

 

ঙ) এ ব্যয়ের যাবতীয় অডিট তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র পাওয়া যায়।

 

চ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী অবশ্যই ডিপিই-এর Web-based Computerized Accounting System এ ৭ (সাত) দিনের মধ্যে এন্ট্রি দিতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না।

 

ছ) প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুযায়ী ভ্যাট/আইটি কর্তন করতে হবে। তাছাড়া কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে।

 

জ) অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটি বিলের মাধ্যমে জিওবি বাবদ ৪০% এবং আরপিএ (জিওবি) বাবদ ৬০% হারে মোট ব্যয় করতে হবে।

 

ঞ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।

 

ট) এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

 

ঠ) চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

 

সংশ্লিষ্ট পত্র:

 

ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স কাজের অর্থ ব্যয়ের শর্তাবলি:

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ


কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.