Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

ওয়াশব্লকের বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয় সমূহের তালিকা ২০২৩-২০২৪ | ওয়াশব্লক - সকল গেজেট এক ঠিকানায়

ওয়াশব্লকের বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয় সমূহের তালিকা ২০২৩-২০২৪ | ওয়াশব্লক

  

ওয়াশব্লকের বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয় সমূহের তালিকা ২০২৩-২০২৪

পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২০২৪ অর্থ-বছরে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের জন্য বরাদ্দকৃত অর্থে রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম সম্পাদন।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের পত্র নং ৩৮.01.0000, 500.011.20-৭৩০, তারিখ: ২৭ ফেব্রুয়ারী ২০২৪।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৩-২০১৪ অর্থ বছরে Routine Maintenance of WASH Blocks শীর্ষক একটি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। উল্লিখিত কার্যক্রমের অধীনে ১২৫১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান অর্থ-বছরে 23412টি WASH Block-এর Routine Maintenance কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সূত্রোক্ত স্মারকে প্রতিটি ওয়াশরকের জন্য ১০,০০০/- (দশ হাজার) ও ২টি ওয়াশরকের জন্য ২০০০০/- (বিশ হাজার) টাকা করে মোট ২৩,৪১,২০,০০০.০০ (তেইশ কোটি একচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা সংশ্লিষ্ট উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তা বরাবর ছাড় করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ওয়াশরকের রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

শর্তাবলী:

১. উল্লিখিত রুটিন মেইনটেন্যান্সের কাজ এস.এম.সির মাধ্যমে সম্পাদন করতে হবে এবং এর প্রাক্কলন প্রস্তাব এসএমসির মাধ্যমে অনুমোদিত হতে হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি-কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

২. বিদ্যালয়ে পানি ও পয়ঃ নিস্কাশন অবকাঠামো পরিচা ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সহায়িকা অনুযায়ী উল্লিখিত ওয়াশরকের রুটিন মেইনটেন্যান্স কার্য সম্পাদন করতে হবে।

৩. বরাদ্দকৃত অর্থে বিদ্যালয়ের প্রয়োজনীয়তার নিরিখে নিম্নোক্ত ক্ষেত্রে রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করা যাবে:

(ক) ওয়াশরকের টয়লেটের দরজা ও জানালার ফিটিংস, কাঁচ, হাতল, লক, হুক ইত্যাদি মেরামত;

(খ) নির্মিত ড্রেনসহ ওয়াশরক ও আঙ্গিনা পরিষ্কারকরণ;

(গ) লাইটের সুইচ, সকেট মেরামত ও পুনঃস্থাপন;

(ঘ) বৃষ্টির পানি নির্গমন পাইপ মোরামত/পুনঃস্থাপন;

(ঙ) ওয়াশরকের ভবনকে ক্ষতিগ্রস্ত করে এরকম গাছ অপসারণ;

(চ) পানির কল মেরামত/ পুনঃস্থাপন;

(ছ) পানি সরবরাহ লাইন মেরামত/পরিষ্কারকরণ;

(জ) পানির পাম্প/ মটর ইত্যাদি ছোট-খাট মেরামত;

(ঝ) সেপটিক ট্যাংক মেরামত ও পরিষ্কারকরণ;

(ঞ) কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যাপ্ত পরিমানে হারপিক, সাবানসহ অন্যান্য দ্রব্যাদি (স্যাভলন, ডেটল, ফিনাইল ইত্যাদি) ক্রয়; (ট) ব্রাশ, বালতি, বদনা, ঝাড়ু ইত্যাদি ক্রয়;

(ঠ) Menstrual Hygiene সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ;

(ড) চাহিদা অনুযায়ী দৈনন্দিন (রুটিন) ছোট-খাট মেরামত।

৪. নিরীক্ষা (অডিট) এর জন্য বিল ভাউচার ও প্রাক্কলন এর কপি উপজেলা শিক্ষা অফিসে সংরক্ষণ করতে হবে।

৫. অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের জিও নং ৩৮.০১,0000,000,20,013, ২০-৩০, তারিখ: ২৭ ফেব্রুয়ারী ২০২৪ এর নির্দেশনা অনুসরণ করতে হবে। সে সাথে ভ্যাট কর্তনসহ সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।

৬. সংশ্লিষ্ট পত্রের কপি সকল প্রধান শিক্ষককে আবশ্যিকভাবে বিতরণ করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের অবহেলা গ্রহণযোগ্য হবে না।

৭. বর্তমান অর্থবছরে কোন বিদ্যালয়ের ওয়ারকে মেজর মেরামতের বরাদ্দ প্রাপ্ত হলে যে কোন একটি খাতের বরাদ্দ ব্যয় করা যাবে।

ওয়াশব্লকের বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয় সমূহের তালিকা ২০২৩-২০২৪

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।


তালিকাটি ডাউনলোড করতে নিচের বক্সে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।



কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.