চারু ও কারুকলার প্রশ্ন | শ্রেণি-৫ম | ২য় প্রান্তিক মূল্যায়ন-২০২৩ | প্রশ্ন নং-চাকা৫১২৩
চারু ও কারুকলার প্রশ্ন | শ্রেণি-৫ম | ২য় প্রান্তিক মূল্যায়ন-২০২৩
চারু ও কারুকলার আজকের এ প্রশ্ন শুধুমাত্র শিক্ষার্থীদের অনুশীলনীর জন্য। এটি কোন সাজেশন নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহকৃত বার্ষিক শিখন পরিকল্পনার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের অংশ বিশেষ থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-এর উপযোগী করে এ প্রশ্নটি তৈরি করা হয়েছে। প্রশ্নটি আমার নিজের তৈরি করা। কারও প্রশ্নের সঙ্গে আমার এ প্রশ্ন মিলে গেলে সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষার্থীদের অনুশীলনীর জন্য প্রশ্নটির সফট কপি নিতে চাইলে নিচের নির্দেশনা অনুসরণ করে নিতে পারবেন।
দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৩
“ক” সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলাঃ খ, জেলাঃ গ।
বিষয়ঃ চারু ও কারুকলা
শ্রেণিঃ ৫ম
সমযঃ ২:৩০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
[বিঃ দ্রঃ ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
“ক” বিভাগঃ তত্ত্বীয়-৬০
সকল প্রশ্নের মান সমানঃ ৬x১০=৬০
১. মৌলিক রংগুলো কী, কী? প্রত্যেকটির ২টি করে বৈশিষ্ট্য লিখ।
২. ছবি আাঁকার প্রচলিত উপকরণ ছাড়াও ছবি ও শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা যায় এমন ৫টি উপকরণের নাম লিখ।
৩. কাদামাটি দিয়ে তৈরি করা যায় এমন ৫টি উপকরণের নাম লিখ।
৪. রঙিন কাগজ ও কাপড় দিয়ে তৈরি করা যায় এমন ৫টি শিল্পকর্মের নাম লিখ।
৫. তোমার বিদ্যালয়ের কোন অনুষ্ঠানের মঞ্চসজ্জা করতে ব্যবহৃত হয় এমন ৫টি উপকরণের নাম লিখ।
৬. পারিবারিক ও সামাজিকভাবে পালন করা হয়ে থাকে এমন ৫টি অনুষ্ঠানের নাম লিখ।
“খ” বিভাগঃ ব্যবহারিক-৪০
সকল প্রশ্নের মান সমানঃ ২x২০=৪০
১. ইংরেজি সংখ্যাগুলো ডাবল লাইনে লিখে তা’তে রং করো।
২. রঙিন কাগজ কেটে ১টি ছবি বা নকশা তৈরি করে দেখাও।
প্রশ্নটি ডাউনলোড করতে নিচের সবুজ বক্সে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
আরও দেখুন- শারীরিক শিক্ষার প্রশ্ন এখানে।
ভিডিওতে দেখুন এখানে।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই