নগদ ইসলামিক এমএফএস একাউন্ট কি? এর সুবিধা কি, কি?
নগদ ইসলামিক এমএফএস একাউন্ট(Nagad Islamic MFS Account) সংক্রান্ত আজকের এ পোস্ট থেকে আমরা জানতে পারবো- নগদ ইসলামিক এমএফএস একাউন্ট (Nagad Islamic MFS Account)কি? নগদ ইসলামিক এমএফএস একাউন্ট এবং রেগুলার নগদ একাউন্ট এর ভিতর পার্থক্য কি? নগদ ইসলামিক অ্যাপ (Islamic App) কি আপনাদের নতুন অ্যাপ?
নগদ ইসলামিক এমএফএস একাউন্ট এ আমি কি কি সার্ভিস এবং সুবিধা পাবো? আমি কিভাবে ইসলামিক অ্যাপ (Islamic App) ব্যবহার করবো? আমি রেগুলার অ্যাপ থেকে ইসলামিক অ্যাপ (Islamic App)-এ কিভাবে কনভার্ট/যাবো? আমি কি ইসলামিক অ্যাপ (Islamic App)-এ মুনাফা পাবো? আমি কি ইসলামিক অ্যাপ (Islamic App)-এ ক্যাশব্যাক পাবো? একজন ইসলামিক অ্যাপ (Islamic App) গ্রহীতা হিসেবে আমি কি আপনাদের সকল প্রমোশোনাল অফার গুলো পাবো?
প্রশ্ন: নগদ ইসলামিক এমএফএস একাউন্ট (Nagad Islamic Account) কি?
-নগদ ইসলামিক এমএফএস একাউন্ট ইসলামিক শরিয়াহ ভিত্তিক একটি একাউন্ট যা শরিয়াহ সুপারভাইজারি কমিটির নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
প্রশ্ন: নগদ ইসলামিক এমএফএস একাউন্ট এবং রেগুলার নগদ একাউন্ট এর ভিতর পার্থক্য কি?
-নগদ ইসলামিক এমএফএস একাউন্ট ইসলামিক শরিয়াহ ভিত্তিক একটি একাউন্ট যা শরিয়াহ সুপারভাইজারি কমিটির নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। নগদ ইসলামিক একাউন্ট এ কোনো সুদ প্রযোজ্য নয়।
প্রশ্ন: নগদ ইসলামিক অ্যাপ (Islamic App) কি আপনাদের নতুন অ্যাপ?
-না, ইসলামিক অ্যাপ এর সুবিধা পূর্ব থেকে আছে।
প্রশ্ন: নগদ ইসলামিক এমএফএস একাউন্ট এ আমি কি কি সার্ভিস এবং সুবিধা পাবো?
-নগদ ইসলামিক এমএফএস একাউন্টের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর সকল শরিয়াহ সম্মত সার্ভিস এবং সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রশ্ন: আমি কিভাবে ইসলামিক অ্যাপ (Islamic App) ব্যবহার করবো?
-আপনি নগদ অ্যাপ এ প্রবেশ করে "আমার নগদ" > "My Nagad" অপশন থেকে "অ্যাকাউন্টের ধরণ" > "Account Type" অপশন এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ধরণ সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। (নগদ গ্রাহক প্রতি মাসে ১ বার অ্যাকাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।)
প্রশ্ন: আমি রেগুলার অ্যাপ থেকে ইসলামিক অ্যাপ (Islamic App)-এ কিভাবে কনভার্ট/যাবো?
-আপনি নগদ অ্যাপ এ প্রবেশ করে "আমার নগদ" > "My Nagad" অপশন থেকে "অ্যাকাউন্টের ধরণ" > "Account Type" অপশন এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ধরণ সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। (নগদ গ্রাহক প্রতি মাসে ১ বার অ্যাকাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।)
প্রশ্ন: আমি কি ইসলামিক অ্যাপ (Islamic App)-এ মুনাফা পাবো?
-বর্তমানে ইসলামিক একাউন্ট-এ থাকাকালীন মুনাফা প্রযোজ্য নয়।
প্রশ্ন: আমি কি ইসলামিক অ্যাপ (Islamic App)-এ ক্যাশব্যাক পাবো?
-নগদ ইসলামিক একাউন্টটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর সকল সার্ভিস এবং সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রশ্ন: আমি বর্তমানে নগদ ইসলামিক অ্যাপ (Islamic App) ব্যবহার করছি, আপনাদের ইসলামিক অ্যাপ (Islamic App)-এ নতুন কি অ্যাড হয়েছে?
- এপ্লিকেশন টি নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি জানতে পারবেন। নগদ ইসলামিক একাউন্ট সম্পর্কে আপডেট জানতে নগদ ইসলামিক ফেইসবুক পেজ এবং নগদ ইসলামিক ওয়েবসাইট এ চোখ রাখুন।
প্রশ্ন: একজন ইসলামিক অ্যাপ (Islamic App) গ্রহীতা হিসেবে আমি কি আপনাদের সকল প্রমোশোনাল অফার গুলো পাবো?
-হ্যাঁ। ইসলামিক শরিয়াহ সম্মত সকল অফার উপভোগ করতে পারবেন।
প্রশ্ন: আমি বর্তমানে রেগুলার অ্যাপ ব্যবহার করছি , আমি কি ইসলামিক অ্যাপ এর মাধ্যমে সকল ব্যাংক থেকে অ্যাড মানি/ ফান্ড ট্রান্সফার করতে পারবে?
-হ্যাঁ।
প্রশ্ন: নগদ ইসলামিক শরিয়াহ বোর্ড (Shariah Board) কিভাবে গঠন করেছেন?
-আমাদের ইসলামি স্কলারদের সমন্বয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট একটি ইসলামিক শরিয়াহ সুপারভাইজারি কমিটি রয়েছে। বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেয়া আছে।
প্রশ্ন: ইসলামিক অ্যাপ (Islamic App) এর বিস্তারিত তথ্য কোথায় জানা যাবে?
-https://www.facebook.com/NagadIslamic/?ref=page_internal
প্রশ্ন: ইসলামিক অ্যাপ (Islamic App) এ কনভার্ট করার জন্য কি USSD ব্যবহার করা যাবে?
-রেগুলার নগদ অ্যাপ থেকে ইসলামিক একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
প্রশ্ন: ইসলামিক অ্যাপ এ পরিবর্তন করার পর কি কোনো নোটিফিকেশন দেওয়া হবে?
-আপনি খুব সহজে নগদ রেগুলার একাউন্ট থেকে তাৎক্ষণিক নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তিত হতে পারবেন। নগদ অ্যাপ এর মাধ্যমে পরিবর্তন করার পর আপনার একাউন্টটি তাৎক্ষণিক ভাবে ইসলামিক একাউন্টে পরিবর্তিত হবে।
প্রশ্ন: যাকাত/ডোনেশন দেওয়ার কত লিমিট?
-কোনো নির্দিষ্ট লিমিট প্রযোজ্য নয়। যেকোনো এমাউন্ট যাকাত/ডোনেশন করতে পারবেন। নগদ একাউন্ট লিমিট প্রযোজ্য হবে।
প্রশ্ন: কত বার রেগুলার একাউন্ট থেকে ইসলামিক অ্যাপ (Islamic App) এ ট্রান্সফার করা যাবে?
-নগদ গ্রাহক প্রতি মাসে ১ বার অ্যাকাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।
প্রশ্ন: রেগুলার একাউন্ট এ জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের ২০ দিন ছিলাম মুনাফার সকল শর্ত পূরণ সাপেক্ষে, এখন ইসলামিক অ্যাপ (Islamic App) এ ট্রান্সফার করার পর কি আমি উক্ত সময়ের জন্য নির্ধারিত মুনাফা পাবো?
-গ্রাহক নগদ রেগুলার একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে ট্রান্সফার হলে, এক্ষেত্রে কোন ধরণের মুনাফা প্রদান করা হয় না।
প্রশ্ন: ইসলামিক অ্যাপ (Islamic App) এ দেখানো সকল সুবিধা এবং সার্ভিস কি নগদ রেগুলার একাউন্ট এর মাধ্যমে উপভোগ করা যাবে?
-না
সূত্র: nagadislamic.com.bd/bn/faq
--------------------------------------------------
আরও দেখুন-
নগদ ইসলামিক এমএফএস একাউন্ট সম্পর্কে আরও দেখুন এখানে।
নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত- লেনদেন নিমিষেই।
এজেন্ট ব্যাংকিং কি, বাংলাদেশের যে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং রয়েছে।
------------------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই