NSA-জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-নমুনা প্রশ্ন-৫ম শ্রেণির বাংলা
NSA-জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-নমুনা প্রশ্ন-৫ম শ্রেণির বাংলা
জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-এনএসএ। নভেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন: জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রমে বর্ণিত শিক্ষার্থীর বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা এই পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা হয়।
জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন এ কার্যক্রমটি এর অগেও ২০০৬, ২০০৮, ২০১১, ২০১৩, ২০১৫ এবং ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই মূল্যায়নটি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি। কেননা, প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে এই পরীক্ষার ফলাফলে ব্যাপক পার্থক্য লক্ষ করা গেছে। এই ব্যাপক পার্থক্যের মূল কারণ ৬টি।
এক: শিক্ষার্থীদের এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হয়নি;
দুই: যোগ্যতাভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের অভ্যস্ত করা হয়নি;
তিন: শিক্ষক শ্রেণি পরীক্ষা ও টার্মিনাল পরীক্ষায় শিক্ষাক্রমে বর্ণিত যোগ্যতাভিত্তিক প্রশ্নের মাধ্যমে প্রশ্ন প্রণয়ন করে শিক্ষার্থীদের মূল্যায়ন করেন নি;
চার: শিক্ষার্থীর গঠনকালীন মূল্যায়নে যেমন, শ্রেণি কার্যক্রম এবং শ্রেণি পরীক্ষায় শিক্ষার্থীর যোগ্যতা মূল্যায়ন করেননি। এ ক্ষেত্রে শিক্ষকগণ বিষয়ের অধ্যায়ের বর্ণিত অনুশীলনীতে প্রশ্নের ধরন অনুযায়ী মূল্যায়ন করেছেন। পাঁচ: মাঠ পর্যায়ের মেন্টরদল যোগ্যতাভিত্তিক মূল্যায়ন সম্পর্কে পর্যাপ্তমাত্রায় অবহিত নয়।
ছয়: জাতীয় প্রাথমিক শিক্ষাক্রমে অনুশীলনহীনতা।
জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-এ ৩য় এবং ৫ম শ্রেণির বাংলা ও গণিত বিষয়ের উপর মূল্যায়ন করা হবে।
এর জন্য আজকের পোস্টে ৫ম শ্রেণির বাংলা বিষয়ের আংশিক নমুনা প্রশ্ন নিম্নে দেওয়া হলো। সম্পূর্ণ প্রশ্ন কারও প্রয়োজন হলে নিচের কমেন্ট বক্সে জানাবেন।
৫ম শ্রেণির বাংলা বিষয়ের আংশিক নমুনা প্রশ্ন:
জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন- নমুনা প্রশ্ন- ৫ম শ্রেণির গণিত দেখুন এখানে
NSA-জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকাটি পাওয়া যাবে এখানে।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
তয় শ্রেণি বাংলা, গণিত এবং ৫ম শ্রেণি বাংলা, গণিত আমার লাগবে।
উত্তরমুছুন৫ম শ্রেণি বাংলা ও গনিতের আমার লাগবে
উত্তরমুছুনmonjur181416@gmail.com
উত্তরমুছুনvaiya assalamu alaikum.
উত্তরমুছুনvaiya amak class 3 and class 5 er bangla r math er question golo din..
সুন্দর একটি মূল্যায়ণ পদ্ধতি
উত্তরমুছুন