Dutch-Bangla Bank Agent Banking | ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সুবিধা
Dutch-Bangla Bank Agent Banking | ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সুবিধা
এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে প্রতিটি লেনদেন “বায়োমেট্রিক মেশিন” ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে পরিচালনা করা হয়।
এজেন্ট ব্যাংকিং কতটুকু নিরাপদ? DBBL এজেন্ট ব্যাংকিং ১০০% নিরাপদ, কারণ এতে গ্রাহকের স্বাক্ষরের পাশাপাশি আঙ্গুলের ছাপ থাকবে। বায়োমেট্রিক মেশিন কর্তৃক গ্রাহকের আঙ্গুলের ছাপের সঠিকতা নির্ধারণের পরেই কেবল একাউন্টএ লেনদেন করা যাবে।
DBBL এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কী কী সেবা পাওয়া যাবে?
১. সঞ্চয়ী হিসাব খোলা
২. চলতি হিসাব খোলা
৩. নগদ টাকা জমাদান/উত্তোলন ফিক্সড ডিপোজিট(FDR)
৪. ডিপোজিট প্লাস স্কীম (DPS)
৫. বেতন/ভাতা প্রদান
৬. অন্য একাউন্ট-এ টাকা স্থানান্তর একাউন্ট ব্যালেন্স জানা
৭. বিদেশ হতে প্রেরিত অর্থ গ্রহন বিল প্রদান।
আরও দেখুন-
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই