Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

পদ্মা সেতু ব্যবহারকারীদের মেনে চলতে হবে ৫ নির্দেশনা । - সকল গেজেট এক ঠিকানায়

পদ্মা সেতু ব্যবহারকারীদের মেনে চলতে হবে ৫ নির্দেশনা ।

 পদ্মা সেতু ব্যবহারকারীদের মেনে চলতে হবে ৫ নির্দেশনা ।

পদ্মা সেতু ব্যবহারকারীদের মেনে চলতে হবে ৫ নির্দেশনা ।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫/০৬/২০১২ তারিখে জাতির স্বপ্নের “পদ্মা সেতু” শুভ উদ্বোধন করবেন এবং ২৬/০৬/২০২২ ইং তারিখ সকাল ৬:০০ ঘটিকা হতে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, “পদ্মা সেতু” -এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে এ সেতু ব্যবহারকারীদের নিম্নোক্ত ৫টি নির্দেশনাসমূহ অনুসরণ করে চলতে হবে-

 

১। পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা ৬০কিলোমিটার/ঘন্টা ।

 

২। পদ্মা সেতুর উপর যে কোন ধরণের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ ।

 

৩। বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন(রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি ডোগে সেতু পারাপার হওয়া যাবে না ।

 

৪। গাড়ীর বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না।'

 

আরও দেখুন

ফেসবুক একাউন্ট নিরাপদ রাখার সেরা ৯ উপায়

 

 

৫। সেতুর উপরে কোন ধরণের ময়লা ফেলা যাবে না।

 

উল্লেখিত গণবিজ্ঞপ্তি

 

পদ্মা সেতু ব্যবহারকারীদের মেনে চলতে হবে ৫ নির্দেশনা ।

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.