জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের উচ্চতা ও বয়স যা হবে।
জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের উচ্চতা ও বয়স যা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা থেকে ১৭ জানুয়ারি, ২০১৯ খ্রিঃ তারিখে জারীকৃত একটি পত্রে জানানো হয় যে, জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ২০১৯ এর নিম্নবর্ণিত উচ্চতা অনুয়ায়ী প্রতিযোগী নির্ধারণ সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো।
(ক) আন্তঃপ্রাথমিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিম্নরূপ ২টি গ্রুপে অনুষ্ঠিত হবে।
উচ্চতা:
(১) ক গ্রুপ (ছাত্র) । ১ম থেকে ২য় শ্রেণির শিক্ষার্থী, উচ্চতা-সর্বোচ্চ ৪ ফুট ৬ ইঞ্চি।
ক গ্রুপ (ছাত্রী)। ১ম থেকে ২য় শ্রেণির শিক্ষার্থী, উচ্চতা-সর্বোচ্চ ৪ ফুট ৪ ইঞ্চি।
(২) খ গ্রুপ (ছাত্র)-৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী, উচ্চতা-সর্বোচ্চ ৪ ফুট ১১ ইঞ্চি।
খ গ্রুপ (ছাত্রী)-৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী, উচ্চতা-সর্বোচ্চ ৪ ফুট ৯ ইঞ্চি।
বয়স :
খ গ্রুপের ছাত্র/ছাত্রীদের বয়স অনূর্ধ্ব ১২ বছর হতে হবে।
(খ) পত্রে উল্লেখ করা হয় যে, বাছাই প্রক্রিয়ার সকল পর্যায়ে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি প্রমাণ/নির্ধারনের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে ভর্তি রেজিষ্টারে লিপিবদ্ধকৃত জন্ম তারিখ উল্লেখ পূর্বক প্রত্যয়ণ প্রদান করবেন এবং সংশ্লিষ্ট সহকারী/থানা শিক্ষা অফিসার তা যাচাই করে প্রতিস্বাক্ষর করবেন।
উল্লেখিত পত্র-
--------------------------------------------------
আরও দেখুন-
জাতীয়পতাকা অর্ধনমিত রাখার নিয়ম-কানুন
------------------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই