Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

প্রাথমিকে পোষ্য কোটা নির্ধারনে অধিদপ্তরের সতর্কতাজারী। - সকল গেজেট এক ঠিকানায়

প্রাথমিকে পোষ্য কোটা নির্ধারনে অধিদপ্তরের সতর্কতাজারী।

 

প্রাথমিকে পোষ্য কোটা নির্ধারনে অধিদপ্তরের সতর্কতাজারী।

প্রাথমিকে পোষ্য কোটা নির্ধারনে অধিদপ্তরের সতর্কতাজারী।

শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরুপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকিলে বা চাকরিতে থাকিলে সম্পূর্ণরুপে নির্ভরশীল থাকিতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা, ক্ষেত্রমত, তিনি জীবিত থাকিলে অনুরুপভাবে নির্ভরশীল থাকিতেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহপরিচালক কর্তৃক ১১ মে, ২০২২ খ্রি: তারিখ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, "সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯" অনুযায়ী “পোষ্য অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরুপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকিলে বা চাকরিতে থাকিলে সম্পূর্ণরুপে নির্ভরশীল থাকিতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা, ক্ষেত্রমত, তিনি জীবিত থাকিলে অনুরুপভাবে নির্ভরশীল থাকিতেন।" নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থীদেরকে ২৫ অক্টোবর, ২০২০ তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন মর্মে সংশিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কোন প্রার্থী উল্লিখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার পোষ্য সনদ প্রদানকালে সরেজমিনে যাচাই/তদন্ত করবেন এবং সনদপত্রটি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। নিয়োগ বিধিতে উল্লিখিত শর্ত লংঘন করে কোন কর্মকর্তা পোষ্য সনদপত্র স্বাক্ষর বা প্রতিস্বাক্ষর করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোন প্রার্থী ভুয়া পথ্য সনদ দাখিল করলে তার প্রার্থীতা সরাসরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মরত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

উল্লেখিত বিজ্ঞপ্তি-

 

প্রাথমিকে পোষ্য কোটা নির্ধারনে অধিদপ্তরের সতর্কতাজারী।


--------------------------------------------------

আরও দেখুন-

শূণ্যপদসমূহ পূরণকরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র।

------------------------------------------------

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.