পৌরসভাসমূহের “পৌর নির্বাহী কর্মকর্তা” পদের বেতন-গ্রেড যেভাবে উন্নীত করা হলো।
পৌরসভাসমূহের “পৌর নির্বাহী কর্মকর্তা” পদের বেতন-গ্রেড যেভাবে উন্নীত করা হলো।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ১৭ মে, ২০২২ খ্রি: তারিখে জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে, পৌরসভাসমূহের সাংগঠনিক কাঠামোভূক্ত ও পৌরসভার কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯২ এর তফসিলে বর্ণিত “সচিব” বর্তমানে পদনাম পরিবর্তন হয়ে “পৌর নির্বাহী কর্মকর্তা” পদের বেতন-গ্রেড নিম্নরূপে উন্নীত করা হলো।
--------------------------------------------------
আরও দেখুন-
প্রাথমিকেপোষ্য কোটা নির্ধারনে অধিদপ্তরের সতর্কতাজারী।
------------------------------------------------
উল্লেখিত প্রজ্ঞাপন-
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই