৮টি শর্তে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ।
৮টি শর্তে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে ৮ মে, ২০২২ খ্রি: তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারীকৃত একটি পত্রে জানানো হয় যে, “চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচি (পিইডিপি-৪)"-এর আওতায় নিম্নবর্ণিত ৫,১৬৬টি সহকারী শিক্ষক (সঙ্গীত ও শরীরিক শিক্ষা) পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনে বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:
১. সহকারী শিক্ষক (সংগীত)- ২,৫৮৩টি পদ
২. সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)- ২,৫৮৩টি পদ
মোট ৫,১৬৬টি পদ।
শর্তাবলি:-
(১) এতে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে;
(২) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে বেতন স্কেল নির্ধারণ করতে হবে;
(৩) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে;
(৪) যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃজনের সরকারি আদেশ জারি করা হবে সে তারিখ হতে পদসমূহ সৃজিত হবে;
(৫) অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ০৩/০৫/২০০৩ খ্রি. তারিখের মপবি/ক:বি:শা/কপগ-১১-২০০১-১১১ নং সরকারি আদেশ অনুসরণ করতে হবে;
(৬) সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ সমূহ নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ প্রদান করতে হবে;
(৭) পদ সৃজনের চুড়ান্ত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রদত্ত সকল শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে; এবং
(৮) পদসমুহ সৃজনে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃজনের সরকারি আদেশের পৃষ্ঠাঙ্গনকৃত কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ করতে হবে।
--------------------------------------------------
আরও দেখুন-
বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-সংগীত
বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ম্যানুয়াল-শারীরিক শিক্ষা
------------------------------------------------
উল্লেখিত পত্র-
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই