IPEMIS-শিক্ষকদের তথ্য এন্ট্রির পিডিএফ ফরম।
IPEMIS-শিক্ষকদের তথ্য এন্ট্রির পিডিএফ ফরম।
শিক্ষকদের তথ্য এন্ট্রি ফরম মূলত: এই ০৬টি সেকশনে ভাগ করা হয়েছে এবং এই ৬টি সেকশনে গিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেক শিক্ষকের তথ্য অনলাইনে আপলোড করতে হবে।
সেকশনগুলো হলো:
০১| মৌলিক তথ্য সেকশন:
০২| ঠিকানার তথ্য সেকশন:
০৩|পারিবারিক তথ্য সেকশন:
০৪| শিক্ষাগত যোগ্যতার তথ্য সেকশন:
০৫| পোস্টিং এর বিবরণ সেকশন:
০৬| প্রশিক্ষণের তথ্য এন্ট্রি সেকশন:
তথ্য এন্ট্রির ক্ষেত্রে প্রয়োজনীয় যেসব কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে তা হলো-
০১। নিয়োগ আদেশের কপি
০২। শিক্ষকের জাতীয় পরিচয়পত্র
০৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন|
০৫। সন্তানের জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন|
০৬। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
০৭। শিক্ষকের স্বাক্ষর
০৮। সকল বদলির আদেশের কপি
০৯। সকল প্রশিক্ষণের সনদ
ফরমটির স্ক্যান কপি-
--------------------------------------------------
আরও দেখুন-
IPEMIS: তথ্য আপলোডের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাও সমাধান যেভাবে।
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি ফরম-২০২২
প্রধান ও সহকারি শিক্ষকদের জন্য (IPEMIS) ব্যবহারেরনির্দেশিকা।
------------------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই