২০২১-২২ অর্থবছরের GPF এবং CPF-এর মুনাফা হার নির্ধারণ সংক্রান্ত:
সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের (স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ইত্যাদি) আর্থিক সংগতি একরকম না হওয়ায় প্রতিষ্ঠান/সংস্থাসমূহ তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান ও আর্থিক সামর্থ্য অনুযায়ী ছকে বর্ণিত স্লাবভিত্তিক হারসমূহকে সর্বোচ্চ হার হিসেবে বিবেচনায় নিয়ে সিপিএফ-এ জমাকৃত আমানতের উপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করতে পারবে।
২১/১০/২০২১খ্রি: তারিখে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে জারীকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
উল্লেখিত প্রজ্ঞাপন-
--------------------------------------------------
আরও দেখুন-
লামগ্র্যান্ড, গ্র্যাচুইটি ও পেনশন হিসেবের সহজ সূত্র:
------------------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই