শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পূর্ণনাম ও প্রতিষ্ঠার সাল ব্যবহারের নির্দেশনা জারী।
ঢাকা-এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান(নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়) দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে (দৃশ্যমান সাইনবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, বোর্ডের ডাটাবেইজ ইত্যাদি) প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।
১৯/১০/২০২১খ্রি: তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারীকৃত একটি পত্রে এমন নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় আরও জানানো হয়, যেসকল শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছে সেসকল প্রতিষ্ঠানকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ০১ (এক) মাসের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান সাইনবোর্ডের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, ডাটা বেইজ ইত্যাদি সংশোধন করে পূর্ণ নাম ব্যবহারের স্বপক্ষে প্রমাণকসহ বোর্ডকে অবহিত করার জন্য নির্দেশনায় অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত জানতে উপরের ব্যানারে ক্লিক করুন
উল্লেখিত পত্র-
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই