Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা। - সকল গেজেট এক ঠিকানায়

কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা।

কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা।

 

কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা।

কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২১ সেপ্টেম্বর, ২০২১ খ্রি: তারিখে ইস্যুকৃত একটি পত্রে জানানো হয় যে, মাঠপর্যায় থেকে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য নিম্মলিখিত কাগজপত্র ও তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপার-এর মতামত ও সুপারিশসহ অত্রাফিসে প্রেরণ করাতে হবে। অসম্পূর্ণ এবং ইউইও/ ইউআরসি থেকে সরাসরি প্রেরিত কোন বকেয়া বিল সংক্রান্ত কাগজপত্রাদি গ্রহণ করা হবে না।

 

১। জাতীয়করণকৃত শিক্ষকগণের বকেয়া বিলের ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্র প্রেরণ করতে হবে।

ক. বকেয়ার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার আবেদন পত্র। 

 

খ. বিদ্যালয় জাতীয়করণের প্রজ্ঞাপন। 

 

গ. শিক্ষক জাতীয়করণের প্রজ্ঞাপন। 

 

ঘ. জাতীয় বেতন স্কেল/২০১৫ সহ সকল বেতন নির্ধারণী ফরম। 

 

ঙ. নিধারিত বিল ফর্মে প্রস্তুতকৃত বিলে স্থানীয় হিসাবরক্ষণ অফিস থেকে নন-ড্রয়াল প্রত্যয়ন (বিলের গায়ে) ।

 

চ. বেতন বিলের বিস্তারিত বিবরণ (মাস উল্লেখপূর্বক বছর ভিত্তিক) । 

 

ছ. শিক্ষক যোগ্যতাবিহীন কিনা প্রত্যয়ন। 

 

জ. শিক্ষকদের জাতীয়করণের পূর্বের চাকুরীকাল হিসাব করে ইনক্রিমেন্ট ও টাইমস্কেল প্রদান করা হয়েছে কিনা প্রত্যয়ন।

 

২। সাময়িক বরখাস্তকালীন বকেয়া বেতন ভাতার ক্ষেত্রেঃ

 

ক. বকেয়ার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী/ শিক্ষক-শিক্ষিকাগণের আবেদন পত্র। 

 

খ. সাময়িক বরখাস্তের আদেশ। 

 

গ. সাময়িক বরখাস্ত প্রত্যাহার আদেশ। 

 

ঘ. মামলার আর্জির সার্টিফাইড কপি। 

 

ঙ. মামলার রায়ের সার্টিফাইড কপি। 

 

চ. রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল হয় নাই মর্মে আইনগত মতামত। ছ. বেতন নির্ধারণ বিবরণীর কপি। 

 

জ. নিধারিত বিল ফর্মে প্রস্তুতকৃত বিলে স্থানীয় হিসাবরক্ষণ অফিস থেকে নন-ড্রয়াল প্রত্যয়ন (বিলের গায়ে)। 

 

ঝ. বিলের বিস্তারিত বিবরণ (মাস উল্লেখপূর্বক বছর ভিত্তিক)। 

 

ঞ. বরখাস্তকালীন সময়কে কর্মকাল হিসাবে গণ্য করার প্রশাসনিক আদেশ (যথাযথ কর্তৃপক্ষের)। 

 

ট, শিক্ষক যোগ্যতাবিহীন কিনা প্রত্যয়ন।

 

ঠ. শিক্ষকগণের জাতীয়করণের পূর্বের চাকুরীকাল হিসাব করে ইনক্রিমেন্ট ও টাইমস্কেল প্রদান করা হয়েছে কিনা প্রত্যয়ন।

 

৩। টাইম স্কেল/ উন্নীত স্কেল/ সিলেকশন গ্রেডসহ অন্যান্য বকেয়া বিলের ক্ষেত্রেঃ

 

ক. বকেয়ার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী/ শিক্ষক-শিক্ষিকাগণের আবেদন পত্র। 

 

খ. প্রশাসনিক আদেশ (টাইম স্কেল,সিলেকশন গ্রেড/উন্নীত স্কেল ইত্যাদি)। 

 

ঘ. নিধারিত বিল ফর্মে প্রস্তুতকৃত বিলে স্থানীয় হিসাবরক্ষণ অফিস থেকে নন-ড্রয়াল প্রত্যয়ন (বিলের গায়ে)। 

 

ঙ. বেতন বিলের বিস্তারিত বিবরণ (মাস উল্লেখপূর্বক বছর ভিত্তিক)। 

 

চ. বেতন নির্ধারণ বিবরণী। 

 

ছ. শিক্ষক যোগ্যতাবিহীন কিনা প্রত্যয়ন। 

 

জ. শিক্ষকগণের জাতীয়করণের পূর্বের চাকুরীকাল হিসাব করে ইনক্রিমেন্ট ও টাইমস্কেল প্রদান করা হয়েছে কিনা প্রত্যয়ন।

 

উল্লেকিত পত্র-

কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা।


কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদির তালিকা।

--------------------------------------------------

আরও দেখুন-

প্রাথমিকের মহাপরিচালক যে নির্দেশনাবলি প্রদান করলেন।

------------------------------------------------

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।


কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.