পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামীর পারিবারিক পেনশন প্রাপ্যতা
পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামীর পারিবারিক পেনশন প্রাপ্যতা
পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ করলে পেনশনারের মৃত্যুর পর ২য় স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.১১.৮৬৭.২০১৯-২৩৫, তারিখ: ১৮-০১-২০২১ খ্রিঃ।
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে, অর্থ বিভাগের ০১-০৪-২০১৮ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৪.১৫-৪৩ নং স্মারকটির বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে নিরূপ সিদ্ধান্ত নির্দেশক্রমে জানানো হলো:
পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।”
অফিস পত্র-
--------------------------------------------------
আরও দেখুন-
সরকারিকর্মচারীর প্রতিবন্ধী সন্তান পারিবারিক পেনশন পাবেন যেভাবে
------------------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই