আপনার জিপিএফ ব্যালেন্স অনলাইন থেকে জেনে নিন | How to check GPF balance online?
আপনার জিপিএফ ব্যালেন্স অনলাইন থেকে জেনে নিন।
নিজের GPF SLIP এখন নিজেই বের করা যাচ্ছে। এ জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে নিজের GPF SLIP নিজেই ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেনঃ-
১। প্রথমে যেকোন ব্রাউজার (Firefox, Chrome) এ www.cafopfm.gov.bd টাইপ করুন ।
২। GPF Information এর নীচে Click Here এ মাউস ক্লিক করুন।
৩। যে জাতীয় পরিচয়পত্র দিয়ে বেতন নির্ধারণ করা আছে, সে জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করুন।
৪। ইএফটি-তে যে মোবাইল নম্বর দেয়া আছে তা টাইপ করুন।
৫। ২০২০-২০২১ অর্থ বছর সিলেক্ট করুন। (অথবা আপনার কাঙ্খিত অর্থ বছর সিলেক্ট করুন)
৬। Submit -এ ক্লিক করুন।
৭। আপনার মোবাইলে প্রাপ্ত ৪ ডিজিটের OTP নির্ধারিত বক্সে টাইপ করুন।
এখন নিচের মত আপনার জিপিএফ স্লিপ দেখতে পাবেন।
৮। উপরে ডান কর্ণারের ডেসক্রিপ্টশন অপসন থেকে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করুন।
৯। অথবা, আপনি ড্রপ ডাইন মেনুতে ক্লিক করে save pdf সিলেক্ট করে নিচের
দিকের Save বক্সে ক্লিক করে সেভ/ডাউনলোড করুন ।
১০। এই Slip-এ কারো স্বাক্ষর লাগবেনা।
১১। তথ্যে কোন ভুল থাকলে হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করুন।
--------------------------------------------------
আরও দেখুন-
----------------------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই