উন্মূক্ত বিজ্ঞপ্তি ও আদেশের তারিখ যেভাবে পাওয়া যাবে
উন্মূক্ত বিজ্ঞপ্তি ও আদেশের তারিখ যেভাবে পাওয়া যাবে।
গ্রেডেশন সফটওয়ারে প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকগণের তথ্য আপলোড করতে বলা হয়েছে। এটি একটি সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা। উক্ত সফটওয়ারে তথ্য আপলোড করতে গিয়ে অনেক সম্মানিত শিক্ষকগণ উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ খুঁজে পাচ্ছেন না।
আশা করছি নিম্নোক্ত ফাইল থেকে আপনারা সহজে ০২/১২/১৯৯৩ থেকে ৩০/০৭/২০১৮ পর্যন্ত উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ খুঁজে পাবেন। ফাইলগুলোর বামপাশে আছে উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ ও ডানপাশে রয়েছে অফিস আদেশ স্মারক নং। আপনারা উক্ত উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ নিয়োগপত্রের শেষাংশে খুঁজে পাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে স্মারক নং দেখে উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ লিখে দিবেন।যাদের রাজস্ব, পিডিইপি এর অধীনে নিয়োগ তাঁরা নিয়োগের ধরণ লিখবেন রাজস্ব।
রাজস্ব হলে যে তথ্যগুলো দিতে হবে :
১। উন্মুক্ত বিজ্ঞপ্তির তারিখ,
২। নিয়োগ আদেশের তারিখ,
৩। রাজস্ব পদে যোগদানের তারিখ,
৪। চাকরি স্থায়ীকরণের তারিখ,
৫। EFT তে প্রদত্ত মোবাইল নম্বর,
৬। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা,
৭। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ,
৮। সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ গ্রহণের সাল,
৯। বহিরাগত শিক্ষক কি না? (অন্য জেলা/ উপজেলা থেকে যদি এসে থাকেন),
১০। প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) প্রাপ্ত কি না? (প্রধান শিক্ষক এর জন্য)
উন্নয়ন প্রকল্প (এডিবি) হলে যে তথ্যগুলো দিতে হবে :
১। নিয়মিতকরণের তারিখ,
২। রাজস্ব পদে যোগদানের তারিখ,
৩। EFT তে প্রদত্ত মোবাইল নম্বর,
৪। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা,
৫। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ,
৬। সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ গ্রহণের সাল,
৭। বহিরাগত শিক্ষক কি না? (অন্য জেলা/ উপজেলা থেকে যদি এসে থাকেন),
৯। প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) প্রাপ্ত কি না? (প্রধান শিক্ষক এর জন্য)
জাতীয়করণ হলে যে তথ্যগুলো দিতে হবে :
১। আত্মীকরণের তারিখ
২। রাজস্ব পদে যোগদানের তারিখ,
৩। চাকরি স্থায়ীকরণের তারিখ,
৪। EFT তে প্রদত্ত মোবাইল নম্বর,
৬। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা,
--------------------------------------
আরও দেখুন-
পেনশন সম্পর্কে একগুচ্ছ জরুরী প্রশ্নোত্তর
---------------------------------------
৫। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ,
৬। সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ গ্রহণের সাল,
৭। বহিরাগত শিক্ষক কি না? (অন্য জেলা/ উপজেলা থেকে যদি এসে থাকেন),
৯। প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) প্রাপ্ত কি না? (প্রধান শিক্ষক এর জন্য)।
*** মেধাক্রম কেবলমাত্র ২০১৮ (যোগদান ২০২০) সালের নিয়োগের জন্য প্রযোজ্য
১৯৯৩ হতে ২০১৮ সাল পর্যন্ত উন্মুক্ত বিজ্ঞপ্তি ও আদেশের তারিখ:
(কালেক্টেড)
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই