পূরণকৃত একটি EFT ফরম।
পূরণকৃত একটি EFT ফরম।
লেনদেন নিষ্পত্তি করতে বেশির ভাগ ব্যাংক চালু করেছে অনলাইন সেবা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ভূমিকা ব্যাংকিং খাতে নতুন বিপ্লবের সূচনা করেছে বলা যায়। নগদ লেনদেনে বিদ্যমান নানা ঝুঁকি সবাইকে ডিজিটাল আথির্ক লেনদেনে উদ্বুদ্ধ করছে। আজকাল অনেকেই প্রচলিত নগদ লেনদেনের চেয়ে ডিজিটাল লেনদেন অধিকতর নিরাপদ মনে করছেন। চালু হওয়া স্বয়ংক্রিয় পরিশোধের বিভিন্ন পদ্ধতির কারণে ব্যাংকগুলোর মধ্যে অনলাইনে এখন দৈনিক গড়ে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। এর বাইরে অনলাইনে বিভিন্ন ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখার গ্রাহক বা ব্যবসায়িক পরিশোধও হচ্ছে প্রচুর অথর্। বতর্মানে অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজ (বি এ সি এইচ), ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়াকর্ (ই এফ টি এন) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ (এন পি এস) এর মাধ্যমে দেশের ব্যাংকগুলোর মধ্যে অনলাইনে তাৎক্ষণিক আথির্ক লেনদেন, চেক পরিশোধ কাযর্ক্রম চলছে।
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ইএফটি ফরম পূরণের কাজ জোরেসোরে চলছে। এ ফরম পূরণে অনেকেই ভুল করছেন। আজকের এ পোস্টে পূরণকৃত একটি ইএফটি ফরম প্রদান করা হলো-যাতে করে অনেকেই উপকৃত হতে পারেন।
পূরণকৃত একটি ইএফটি ফরম নিচে দেওয়া হলো-
--------------------------------------
আরও দেখুন-
ইএফটিফরমের ওয়ার্ড ও পিডিএফ ফাইল পেতে এখানে ক্লিক করুন।
---------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের “ফেসবুকপেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই