প্রাক-প্রাথমিক ও প্রাথমিকস্তরের পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ত ছকের এক্সেল শীট।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিকস্তরের পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ত ছকের এক্সেল শীট।
সম্প্রতি সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা শিক্ষক, পাড়া/মহল্লা এবং কেজি ও এনজিও পরিচালিত বিদ্যালয়ের ভিত্তিতে জরুরীভাবে এক্সেল শীটে সফট ও হার্ডকপি প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই এক্সেল শীটে উক্ত ছক পাচ্ছেন না বলে জানা গেছে। যারা পাচ্ছেন না, তাদের জন্য নমুনা হিসেবে পূরণকৃত একটি এক্সেল শীটের ছক নিম্নে ডাউনলোড লিঙ্কসহ প্রদান করা হলো-যাতে করে অনেকেই উপকৃত হতে পারেন।
ছকের ফন্ট প্রাথমিক অবস্থায় হয়তো বুঝতে সমস্যা হতে পারে, তবে ডাউনলোড করবার পর তা স্পষ্ট হয়ে যাবে।
প্রাক-প্রাথমিক শ্রেণির ছক পাওয়া যাবে এখানে।
প্রাথমিকস্তরের (১ম-৫ম) শ্রেণির ছক পাওয়া যাবে এখানে।
--------------------------------------
আরও দেখুন-
ইএফটি ফরমের ওয়ার্ড ও পিডিএফ ফাইল পেতে এখানে ক্লিক করুন।
---------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুকপেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই