“নগদ”-এ যেভাবে প্রাথমিকের উপবৃত্তি ডাটা এন্ট্রি করবেন।
“নগদ”-এ যেভাবে প্রাথমিকের উপবৃত্তি ডাটা এন্ট্রি করবেন।
প্রধান শিক্ষক বছরের শুরুতে ভর্তি প্রক্রিয়া শেষ হলে ৩০ মার্চের মধ্যে সকল শিক্ষার্থীর তথ্য পোর্টালে লগইন করে এন্ট্রি করবে। এজন্য ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নিম্নের ছকে একটি Page open করবে। উক্ত Page-এ শিক্ষার্থীর নামসহ সকল তথ্য এন্ট্রি করার সাথে সাথে শিক্ষার্থীর নামের Row তে চেকবক্সে ডিফলট আকারে একটি টিক চিহ্ন চলে আসবে। উপবৃত্তি সুবিধাভোগী হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের তাদের নামে পাশের চেকবক্সে টিক চিহ্ন রেখে অবশিষ্ট শিক্ষার্থীদের নামে পাশের Row তে টিক চিহ্নগুলো তুলে দিয়ে Submit করলে উপবৃত্তি সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত হয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্যগুলোও নিচের ছক মোতাবেক উপবৃত্তি সুবিধাভোগীদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে প্রদর্শিত হবে একং প্রধান শিক্ষকের আইডিতে edit করার অপশনটি লক হবে যাবে তবে তিনি ডাটা দর্শন করতে পারবেন।
বিস্তারিত নিম্নে-
--------------------------------------
আরও দেখুন-
---------------------------------------
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই