Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

পেনশনে গমনের পূর্বে দরকারী কাগজপত্রের তালিকা || List of pension documents. - সকল গেজেট এক ঠিকানায়

পেনশনে গমনের পূর্বে দরকারী কাগজপত্রের তালিকা || List of pension documents.

 পেনশনে গমনের পূর্বে দরকারী কাগজপত্রের তালিকা || List of pension documents.

পেনশনে গমনের পূর্বে দরকারী কাগজপত্রের তালিকা || List of pension documents.

একজন সরকারি চাকুরীজীবি চাকুরী জীবন শেষে পেনশন ভোগ করতে থাকেন। পেনশনবিধিটি একজন সরকারি চাকুরীজীবির শেষ জীবনের আশ্রয়স্থল, যখন তাঁর কাজ করবার মত শারীরিক সক্ষমতা থাকে না। বেশিরভাগ সন্তানাদিরা শেষ জীবনে পিতা-মাতার প্রতি তেমন যত্নবান থাকে না। সে সময় পেনশনপ্রাপ্তির বিষয়টি তাঁর কাছে অথৈ পানিতে ভাসমান ভেলা আঁকড়ে ধরে জীবন রক্ষার মত হয়ে যায়। পেনশনে যাবার সময় যে সমস্ত কাগজপত্রাদির দরকার হয় তা অনলাইন থেকে সংগ্রহ করে আজকের এ পোষ্টে উল্লেখ করা হলো।

 

ননগেজেটেড কর্মচারীদের পেনশনঃ


 

। নির্ধারিত ফরমে আবেদন পত্র - ১ প্রস্থ

 

 

২। প্রত্যাশিত শেষ বেতন সনদ (ইএলপিসি) - ১ প্রস্থ

 

 

৩। না দাবী প্রত্যয়ন পত্র - ১ প্রস্থ

 

 

৪। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ- ৩ প্রস্থ

 

 

৫। প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষনা পত্র- ৩ প্রস্থ

 

 

৬। অবসর গ্রহণের আদেশের কপি- ১ প্রস্থ

 

 

৭। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ছায়াকপি- ১ প্রস্থ

 

 

৮। চাকরি বহি- ১ প্রস্থ

 

 

৯। আবেদনকারীর সত্যায়িত ছবি- ৩ প্রস্থ

 

 

 

গেজেটেড অফিসারদের পেনশনঃ


 

১। নির্ধারিত ফরমে পেনশন আবেদন পত্র- ১ প্রস্থ

 

 

২। অঘোষিত কালীন সার্ভিস বহি- ১ প্রস্থ

 

 

৩। ঘোষিত কালীন চাকুরী বিবরনী- ৬ প্রস্থ

 

 

৪। প্রত্যাশিত শেষ বেতন সনদ (ইএলপিসি) মূল- ১ প্রস্থ

 

 

৫। না দাবী প্রত্যায়ন পত্র - ১ প্রস্থ

 

 

৬। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলে ছাপ- ৩ প্রস্থ

 

 

৭। প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষনা পত্র- ৩ প্রস্থ 

 

 

৮। অবসর আদেশের কপি - ১ প্রস্থ

 

 

৯। আবেদনকারীর সত্যায়িত ছবি- ৪ প্রস্থ

 

 

১০। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ছায়াকপি- ১ প্রস্থ

 

 

 

মুক্তিযোদ্ধাদের পেনশনঃ



 

১। মুক্তিযোদ্ধা সনদসহ মুক্তিবার্তা ও গেজেটের সত্যায়িত ছায়ালিপি -৩ প্রস্থ

 

 

২। মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যায়নপত্রের ছায়ালিপি (১+১)-২ প্রস্থ

 

 

৩। মুক্তিযোদ্ধা হিসেবে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির তালিকার ছায়ালিপি-১ প্রস্থ

 

 

পারিবারিক পেনশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ

 

 

১। নির্ধারিত ফরমে আবেদন পত্র- ১ প্রস্থ

 

 

২। মৃত্যু সনদপত্রের সত্যায়িত ছায়াকপি - ১ প্রস্থ

 

 

৩। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ছায়ালিপি- ১ প্রস্থ

 

 

৪। আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পন ও অভিভাবক মনোনয়ন এর প্রত্যয়ন পত্র- ৩ প্রস্থ

 

 

৫। উত্তরাধিকার সনদ ও নন-ম্যারিজ সার্টিফিকেট - ৩ প্রস্থ

 

 

৬। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ – ৩ প্রস্থ

 

 

৭। আবেদনকারীর সত্যায়িত ছবি- ৩ প্রস্থ

 

 

 

চাকরি কালীন অবস্থায় মৃত্যুর পর পারিবারিক পেনশনঃ


 

 

০১। প্রত্যাশিত শেষ বেতন সনদ (ইএলপিসি)- ১ প্রস্থ 

 

 

০২। না-দাবী প্রত্যয়ন পত্র - ১ প্রস্থ

 

 

০৩। সার্ভিস বহি- ১ প্রস্থ

 

 

পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুর পর পারিবারিক পেনশনঃ


 

 

 ০১। পিপিও (পেনশন বহি) - ১ প্রস্থ 

 

 

 ০২। স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র- ১ প্রস্থ

 

 

 

সরকারী কর্মচারীর পেনশন ভোগরত স্ত্রীর মৃত্যুর পর পারিবারিক পেনশনঃ

 

 

১। মরহুমের স্ত্রীর মৃত্যুর সনদের মূলকপি - ১ প্রস্থ

 

 

২। পিপিও (পেনশন বহির) মূলকপি - ১ প্রস্থ

 

 

৩। ওয়ারিশ সনদ - ১ প্রস্থ

 

 

৪। প্রতিবন্ধী সনদের সত্যায়িত ফটোকপি (প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে)- ১ প্রস্থ

 


আরও দেখুন-

 

-------------------------------------------------------

পারিবারিক পেনশন: উত্তরাধিকার মনোনয়নযেভাবে।

------------------------------------------------------

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজে” লাইক দিয়ে রাখুন।

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.