কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা-২০১০ || Officers and Employees Service Rules-2010
কর্মকর্তা ও কর্মচারী বিধিমালা-২০১০ || Officers and Employees Rules-2010
বরিশাল সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০১০।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে
২২ ভাদ্র ১৪১৭ বঙ্গাব্দ/৬ সেপ্টেম্বর ২০১০ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, এস, আর, ও নং ৩১২-আইন/২০১০ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৬৬ তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা:
২২ ভাদ্র ১৪১৭ বঙ্গাব্দ/৬ সেপ্টেম্বর ২০১০ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, এস, আর, ও নং ৩১২-আইন/২০১০ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৬৬ তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা:
প্রথম অধ্যায়
সূচনা
১। শিরোনাম ও প্রযয়োগ—(১) এই বিধিমালা বরিশাল সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০১০ নামে অভিহিত হইবে।
(২) ইহা কর্পোরেশন এর সকল সার্বক্ষণিক কর্মকর্তা ও কর্মচারীর প্রতি প্রযোজ্য হইবে, তবে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ হইতে প্রেষণে নিয়োজিত অথবা চুক্তি বা out sourcing এর মাধ্যমে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে এই বিধিমালার কোন কিছু প্রযোজ্য বলিয়া তাহাদের চাকুরীর শর্তে স্পষ্টভাবে উল্লিখিত না থাকিলে, ইহা প্রযোজ্য হইবে না।
সম্পূর্ণ প্রজ্ঞাপনটি নিচ থেকে স্ক্রল করে দেখা যাবে-
--------------------------------------
আরও দেখুন-
------------------------------------------------------
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই