সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০|| Government College Teacher Transfer / Posting Policy-2020
সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০|| Government College Teacher Transfer / Posting Policy-2020
সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০। সরকারি কলেজের শিক্ষকদের বদলি/পদায়নের পদ্ধতি যুগোপযোগী করার লক্ষে এই নীতিমালা জারি করা হয়েছে।বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে/সরকারের প্রয়োজনে বদলি/পদায়নের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। সরকার জনস্বার্থে যে কোন সময় যে কোন কর্মকর্তাকে যে কোন পদে বদলি/পদায়ন করতে পারবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ শাখা থেকে ২ জুন, ২০২০ খ্রিঃ তারিখে উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত একটি নীতিমালা জারি করা হয়।
আবেদনের পদ্ধতি ও শর্তাবলি:
১. অনুচ্ছেদ ৩.০ এর সিডিউল অনুযায়ী নির্ধারিত মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট/প্রয়োজনীয় কাগজ-পত্রাদি সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (Www.shed.gov.bd অথবা www.dshe.gov.bd এর নির্ধারিত লিংক)ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না;
২. আবেদনকারীকে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হবে।
৩. ক) নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ চাকরি দু’বছর পূর্ণ হওয়ার পূর্বে বদলির জন্য আবেদন করতে পারবেন না;
খ) অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ একই কর্মস্থলে ০৩(তিন) বছর পূর্ণ হওয়ার পূর্বে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারবেন না;
গ) তবে কোন গুরুতর শারীরিক/মানসিক/পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে ৩ (তিন) বছর পূর্ণ হবার পূর্বেও আবেদন করা যাবে। যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে।
৪. স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রী’র কর্মস্থলে/নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানে বদলি/পদায়নের জন্য আবেদন করা যাবে। তবে যেহেতু এ ধরনের কর্মকর্তার সংখ্যা অনেক, সেক্ষেত্রে শিক্ষা সেবা প্রাপ্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে;
৫. অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে কোন কর্মকর্তা/শিক্ষক তার সুবিধামত স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত আবেদন বিবেচনা করা যাবে;
৬. অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না;
৭. উভয় শিক্ষক/কর্মকর্তার সুবিধা হয় এমন পারস্পরিক বদলির ক্ষেত্রে উভয়ের সম্মতিতে আবেদন করলে বিবেচনা করা হবে;
৮. কোন শিক্ষা প্রতিষ্ঠানে এক বিষয়ে একজন মাত্র শিক্ষক একাধারে ০৩(তিন) বছর পূর্ণ হলেও বিকল্প শিক্ষক পদায়ন সাপেক্ষে তাঁর বদলির বিষয়টি বিবেচ্য হবে।
নীতিমালাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
--------------------------------------
আরও দেখুন-
------------------------------------------------------
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই