সরকারি কর্মচারীরা এখন থেকে ১৮ মাস ছুটি বিক্রি করতে পারবেন।
সরকারি কর্মচারীরা এখন থেকে ১৮ মাস ছুটি বিক্রি করতে পারবেন।
সরকারি চাকুরিজীবিদের চাকুরী কালীন অর্ধ গড় বেতনে ও গড় বেতনে প্রায় ৪-৫ বছর দুটি জমা। হয৷ পেনশন গ্রহণকালীন এ ছুটি সরকারের নিকট শেষ মূল বেতনের হারে বিক্রি করা যায়। চাকুরীর ২৫ বছর পূর্ণ হওয়ার পরই ছুটি প্রাপ্যতা অনুসারে সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন করা যায়।
F পূর্বে সর্বোচ্চ ১২ মাসের ছুটি বিক্রি করা যেত।
Fএখন ১৮ মাস পর্যন্ত ছুটি নগদায়ন বা বিক্রি করা যায়।
F অবসর উত্তর ছুটি ১২ মাস বাদে ছুটির প্রাপ্যতা অনুসারে ১৮ মাসের ছুটি নগদায়ন করা যাবে।
F কেউ যদি পিআরএল কাটাতে না চায কম ছুটি পাওনা থাকলে সে ১৮ বা কম/বেশি ছুটি বিক্রি করতে পারবো।
F গড় বেতনের ও অর্ধগড় বেতনের সর্বোমোট ৩০ মাস ছুটি জমা থাকলে ১২ মাস অবসর উত্তর ছুটি আর ১৮ মাস লম্পগ্র্যান্ট এমাউন্ট হিসাবে বিক্রি করা যায়।
--------------------------------------
আরও দেখুন-
------------------------------------------------------
সূত্র: bdservicerules.info
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই