সপ্তাহে ২ দিন অফিস ছুটি যেভাবে হয়েছে || সকল গেজেট এক ঠিকানায়
সপ্তাহে ২ দিন অফিস ছুটি যেভাবে হয়েছে। যে-সরকার সকল সরকারী, আধা সরকারী অফিস, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময়সূচি নিম্নরূপভাৰে পুনঃনির্ধারণ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়, বিধি-৪ শাখা থেকে তারিখ, ২৪ ভাদ্র ১৪১২, ৮ সেপ্টেম্বন্ত ২০০৫ খ্রিঃ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে- সরকার সকল সরকারী, আধা সরকারী অফিস, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময়সূচি নিম্নরূপভাৰে পুনঃনির্ধারণ করেছেন।
(১) রবিবার হ'তে বৃহস্পতিবার। সকাল ৯.০০ মিঃ হতে বিকাল ৫.০০ মিঃ পর্যন্ত।
(বেলা ১.০০ মিঃ হতে ১.৩০ মিঃ পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি)।
(২) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি
যে সকল অফিস ও প্রতিষ্ঠানে “ডিউটি রোস্টার” অনুযায়ী কার্য সম্পাদন করা হয়ে থাকে সে সকল অফিস ও প্রতিষ্ঠানের কাজের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।
উপরোক্ত ২ দিন সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়সূচি কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর, ২০০৫ হতে।
উক্ত বিজ্ঞপ্তি-
--------------------------------------
আরও দেখুন-
------------------------------------------------------
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই