আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী আউটসোর্সিং সেবাক্রয়ের ক্ষেত্রে সেবামূল্য নির্ধারণ-২০১৯
আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী আউটসোর্সিং সেবাক্রয়ের ক্ষেত্রে সেবামূল্য নির্ধারণ-২০১৯। সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক, পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের “ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির
সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।
সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি “ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।
পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।
--------------------------------------------------
আরও দেখুন-
--------------------------------------------------
আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী আউটসোর্সিং সেবাক্রয়ের ক্ষেত্রে সেবামূল্য নির্ধারণ-২০১৯
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে ১০ জুন, ২০১৯ খ্রি: তারিখে জারিকৃত এক পরিপত্রে জানানো হয় যে, আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী আউটসোর্সিং সেবাক্রয়ের ক্ষেত্রে উল্লিখিত শর্তাবলী সাপেক্ষে জনপ্রতি মাসিক সেবামূল্য নির্দেশক্রমে নিম্নরুপে নির্ধারণ করা হলো:
উল্লেখ্য সেবার ক্যাটাগরি, ১ বলতে-
ড্রাইভার (হেভী),
সুপারভাইজার,
কেয়ারটেকার,
ওয়ার্ড মাস্টার,
ইলেকট্রিশিয়ান,
লিফট মেকানিক,
এসি মেকানিক,
পাম্প মেকানিক,
জেনারেটর মেকানিক,
অন্যান্য কারিগরি কাজ সংক্রান্ত টেকনিশিয়ান এবং
অনুরূপ কাজ এর সেবাকে বুঝাবে।
সেবার ক্যাটাগরি, ২ বলতে-
ড্রাইভার (লাইট),
স্যানিটারি মিস্ত্রি (প্লাম্বার মিস্ত্রি),
রাজমিস্ত্রি (ম্যাসন),
কাঠমিস্ত্রি (কার্পেন্টার),
রংমিস্ত্রি,
পাম্প অপারেটর,
এয়ারকন্ডিশন অপারেটর,
জেনারেটর অপারেটর,
ওয়ারম্যান,
ওয়েল্ডার,
মিটার রিডার এবং
অনুরূপ কাজ-এর সেবাকে বুঝাবে।
সেবার ক্যাটাগরি, ৩ বলতে-
সহকারী ইঞ্জিন মেকানিক,
টেন্ডল,
গ্রিজার,
টেইলর,
ডুবুরি এবং
অনুরুপ কাজ এর সেবাকে বুঝাবে।
সেবার ক্যাটাগরি, ৪ বলতে-
লন্ড্রি অপারেটর,
ফরাশ জমাদার,
সহকারী ইলেকট্রিশিয়ান,
শুকানী,
বাবুর্চি (কুক),
গার্ডেনার (বাগানকর্মী),
দক্ষ শ্রমিক এবং
অনুরুপ কাজ এর সেবাকে বুঝাবে।
সেবার ক্যাটাগরি, ৫ বলতে-
সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী),
ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী),
সহকারী গার্ডেনার,
ইলেকট্রিক্যাল হেলপার,
কার্পেন্টার (কাঠমিস্তি) হেলপার,
স্যানিটারি হেলপার,
পাম্প হেলপার,
গাড়ির হেলপার,
এসি মেকানিক হেলপার,
চৌকিদার,
ল্যাব এটেনডেন্ট,
ওটি এটেনডেন্ট,
ইমার্জেন্সি এটেনডেন্ট,
স্ট্রেচার বেয়ারার,
ওয়ার্ড বয়,
আয়া,
সহকারী বাবুর্চি,
লিফটম্যান,
লাইনম্যান,
ফরাশ,
লস্কর,
ম্যাসন হেলপার,
ম্যাসেঞ্জার,
মশালচি,
এনিম্যাল এটেনডেন্ট,
গেষ্ট হাউস এটেনডেন্ট,
হোস্টেল এটেনডেন্ট,
ডোম,
বাইন্ডার,
অদক্ষ শ্রমিক এবং
অনুরুপ কাজ এর সেবাকে বুঝাবে।
উল্লিখিত সেবামূল্য নির্ধারণের ক্ষেত্রে সমপর্যায়ের কর্মচারীদের মাসিক প্রারম্ভিক মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়াও বাৎসরিক দুটি উৎসব ভাতা ও নববর্ষ ভাতা যোগ করে মাসিক প্রাপ্যতা নির্ণয়পূর্বক প্রস্তাবিত মাসিক সেবামূল্য নির্ধারণ করা হয়েছে। সে কারণে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত কর্মীগণ পৃথকভাবে উৎসব প্রণোদনা ও নববর্ষ প্রণোদনা প্রাপ্য হবেন না।
প্রযোজ্য শর্তাবলীঃ
(১) আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারীর সেবামূল্য সেবা প্রদানকারীর নিজ নামীয় ব্যাংক হিসাবে সেবা ক্রয়কারী কর্তৃক প্রদেয় হবে;
(২) কেবলমাত্র গাড়ি চালকগণের অতিরিক্ত কাজের সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রতিঘন্টা অতিরিক্ত সেবার জন্য ৮০/- টাকা হিসেবে অতিরিক্ত সেবামূল্য প্রদান করা যাবে, তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রকৃত কাজের ভিত্তিতে মাসিক সর্বোচ্চ ১০০ ঘন্টার বেশি অতিরিক্ত সেবামূল্য প্রদেয় হবে না;
(৩) উক্ত সেবামূল্যের হার অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখিত পরিপত্র-
উল্লেখিত পরিপত্র-
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই