Dear visitor, welcome to educational blog. Hope, see you again- thank you.

প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে - সকল গেজেট এক ঠিকানায়

প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে


প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গেপ্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে। সম্মানীত ভিজিটর, সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র সমৃদ্ধ এ বাংলা ব্লগ সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক, পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
প্রিয় পাঠক, আপনি যদি আমার এই অলগেজেটস ডট কম সাইটে নতুন এসে থাকেন; তাহলে, সাইটে প্রতিনিয়ত প্রকাশিত নতুন পোষ্টের আপডেট পেতে-প্লিজ, সাইটের ফেসবুক পেজে” লাইক দিয়ে সাইটটির সঙ্গেই থাকুন। আর যদি ইতোমধ্যে আপনি
“ফেজবুক পেজে” লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজ্ঞাপন ও চিঠি-পত্র একত্রে, একসঙ্গে পাবার এ পাঠকপ্রিয় বাংলাদেশী বাংলা ব্লগে। আশা করি, পরবর্তীতে আবারও এসে ধন্য করবেন “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে।





পাঠক, আপনাদের সকলের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ ব্লগে আয়োজন করেছি-প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র, প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র, পাঠ্য বইয়ের ই-সংষ্করণ, ধর্মীয় ই-বুকসমূহ, আইন ও বিধিমালার ই-বুকসমূহ, জাতীয় পরিচয় পত্র বিষয়ক প্রজ্ঞাপন, জন্ম-মৃত্যু নিবন্ধনের প্রজ্ঞাপন ও পত্র, জাতীয় বেতন স্কেলসমূহ, বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্রসহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদি। এবার আসা যাক, আজকের পোষ্টের কথায়।

--------------------------------------------------
আরও দেখুন-

--------------------------------------------------

প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে।

প্রাক-প্রাথমিক শিশুদের জন্য ২৬ টি ছড়া পাঠ্যসূচিতে রাখা হয়েছে। তার মধ্যে ২৪টি বাংলা এবং ২টি ইংরেজি ছড়া। শিশুরা বাৎসরিক পাঠ পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলো ছড়া শিখবে।




শিখনফল: ৩.১.৭: ছড়া, গান, গল্প বলতে পারবে ।
৫.২.২: অভিনয় ও অঙ্গভঙ্গির মাধ্যমে ছড়া, কবিতা, গল্প উপস্থাপন করতে পারবে।
৫.২.৫ : স্থানীয়, লোকজ ও অন্যান্য শিশুতোষ ছড়া ও কবিতা আবৃত্তি করতে পারবে।

 উপকরণ : শিক্ষক সহায়িকা।


 ছড়া শেখানোর নিয়ম

১. শিশুদের ছড়া শেখানোরর আগে শিক্ষক প্রতিটি ছড়া ভালোভাবে নিজে আয়ত্ব করে নেবেন।

২. প্রথমে পুরো ছড়াটি শিশুদের সামনে শুদ্ধ উচ্চারণে অঙ্গভঙ্গির মাধ্যমে আকর্ষণীয়ভাবে কয়েকবার আবৃত্তি করবেন এবং খুব সহজভাবে ছড়া অনুসারে কথা বলে পরিবেশ তৈরি করবেন যাতে ছড়াটির প্রতি শিশুদের আগ্রহ তৈরি হয়।

৩. অত:পর ছড়াটির দু’লাইন শিক্ষক নিজে সুন্দরভাবে আবৃত্তি করবেন এবং শিশুদেরকেও করতে বলবেন। প্রথম দু'লাইন সবার আয়ত্ব হলে পরের দু'লাইন শেখাবেন।

৪. এভাবে দু’লাইন দু'লাইন করে পুরো ছড়াটি শেখাতে হবে ।

৫. যে সব শিশু আগে ছড়াটি আয়ত্ব করতে পারবে তাদেরকে অন্য শিশুদের সামনে দাঁড় করিয়ে আবৃত্তি করতে উৎসাহ দেবেন।

৬. ছড়াটি সব শিশুর শেখা হয়ে যাওয়ার পর তারা হাততালি দিয়ে, অঙ্গভঙ্গি করে, নেচে নেচে, বিভিন্নভাবে ছড়াটি আবৃত্তি করবে।

প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে

প্রাক-প্রাথমিক শিশুদের জন্য পাঠ্যসূচিতে ১৪টি গান রাখা হয়েছে। তার মধ্যে ছড়া গান, দেশাত্ববোধক ও আঞ্চলিক গান রয়েছে। সপ্তাহে ২ দিন করে মাসে ৯ দিনে ১ টি গান শিখবে ও পূর্বে শেখা গানগুলো অনুশীলন করবে যাতে শেখা গানগুলোর শব্দ, সুর, ছন্দ স্থায়ীভাবে অর্জন করতে পারে।

শিখনফল: ৩.১.৭: ছড়া, গান, গল্প বলতে পারবে।
         ৫.২.৪: ছন্দের তালে তালে স্থানীয় লােকজ ও অন্যান্য শিশুতােষ গান গাইতে পারবে।
         ৫.২.৭: স্থানীয় সাধারণ বাদ্যযন্ত্র চিনতে ও বলতে পারবে ।

উপকরণ: শিক্ষক সহায়িকা, ঘুঙুর, তবলা, হারমনিয়াম, জিপসি এবং স্থানীয় বাদ্যযন্ত্র

গান শেখানোর নিয়ম:

১. শিশুদের গান শেখানোর আগে শিক্ষক প্রতিটি গান নিজে ভালোভাবে আয়ত্ব করে নিবেন।

২. প্রথমে পুরো গানটি শিশুদের সামনে গাইবেন এবং তারপর শিশুদের কাছে জানতে চাইবেন যে গানটি তাদের ভালো লাগছে কি না অথবা তারা শিখতে চায় কি-না।

৩. শিশুরা আগ্রহী হলে তাদের নিয়ে গোল হয়ে বসবেন এবং শিক্ষক গানটির প্রথম অংশ শিশুদের নিয়ে গাইবেন। একটি অংশ শিশুরা ভালোভাবে আয়ত্ব করার পর পরবর্তী অংশ শেখাবেন। গানের শব্দ, সুর, ছন্দ, শেখার পর শিশুরা হাততালি দিয়ে সকলে মিলে গাইবে।

৪. গানের কোনো শব্দ, ভাববস্তু বা অর্থ যদি মনে হয় বোঝানো প্রয়োজন তবে খুব সহজ ও সরলভাবে শিক্ষক শিশুদের তাবলবেন।

৫. এভাবে পুরো গানটি শিশুদের শিখাবেন।

৬. পুরো গানটি শেখা হলে শিশুদেরকে একাকী এবং দলে গাইতে উৎসাহ ও সহায়তা দেবেন।

৭. গানের সুর, তাল, লয় ইত্যাদি সঠিকভাবে শেখার জন্য এবং ভুল শোধরানোর জন্য বার বার চর্চা করতে হবে।

৮. গান গাওয়ার দলীয় প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে


প্রাক-প্রাথমিক শ্রেণির সিলেবাসভূক্ত ২৬টি ছড়া ও ১৪টি গানের টেক্সট কপি একসঙ্গে 

দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন-এখানে।

[আজকের এই ছড়া ও গানের জন্য জামিল-সিলেটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হলো]
আর্টিকেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, প্লিজ।
গেজেটের নিয়মিত আপডেট পেতে আমাদের এ ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।




1 টি মন্তব্য:

pollux থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.