আইডিয়া বাক্স আসলে কি?
আইডিয়া বাক্স আসলে কি, সে সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপএরর ওয়েবসাইটে ধারণা দেওয়া হয়েছে। আসুন আমারা সেটি পড়ে দেখি।
আইডিয়া বাক্স-আইডিয়া সংগ্রহের অললাইন প্লাটফর্ম
আইডিয়া বাক্স-আপনার উদ্ভাবনী ধারণা, শিক্ষায় আনবে সম্ভাবনা
আমরা বিশ্বাস করি যে প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত অংশীজনের উদ্ভাবনী ধারণা শিক্ষায় আনবে সম্ভাবনা। আর এই চিন্তা থেকেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে যার নাম আইডিয়া বক্স। এখানে আপনি আপনার দ্বারা চিহ্নিত কোন নাগরিক সমস্যার উদ্ভাবনী সমাধান সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সংরক্ষণ করতে পারবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।
আইডিয়া বক্স ব্যবহার করে আপনি আপনার প্রস্তাবিত সমাধান বাস্তবায়নের জন্যে প্রণাদোনা কিংবা স্বীকৃতির জন্যে আবেদন করতে পারেন। আইডিয়া বক্স এমনভাবে তৈরি করা হচ্ছে যা ব্যবহার করে আপনার প্রকল্প আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গোছানানো পদ্ধতিতে পরিচালনা করতে পারবেন। তাই আর দেরী না করে আজই আইডিয়া বক্স-এ আপনার আইডিয়াটি সাবমিট করুন।
কোন মন্তব্য নেই