প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা:
প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০১৭
প্রাথমিক শিক্ষার গুণগত ও পরিমাণগত মান উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সরকার "সবার জন্য শিক্ষার" গুণগত মানোন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য ১৯৯২ সাল থেকে নির্বাচিত এলাকায় এবং ১৯৯৩ সাল থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর সফল বাস্তবায়ন অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ কাজ। ২০১১ সাল থেকে সমগ্র দেশের প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়েছে । এখন শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।
১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত যোগ্যতাভিত্তিক শিখনশেখানো কার্যাবলি পরিচালনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা, ঝরে পড়ার হার কমিয়ে আনা প্রভৃতি যাবতীয় কর্মকান্ডের সফল বাস্তবায়ন নির্ভর করে সংশিশ্নষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার উপর। কাজেই প্রাথমিক শিক্ষার সাথে সংশিল্পষ্টদের অবদানের স্বীকৃতি প্রদান ও অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
বিদ্যালয়কে শিড়গার্থীদের নিকট আকর্ষণীয় এবং শিড়গাক্রমের বিষয়বস্তু আনন্দদায়ক করার পাশাপাশি শিশুদের মেধা, মনন ও শরীর গঠনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং কাবিং এর উপর গুরম্নত্ব দেওয়া প্রয়োজন। শিড়গা সপ্তাহে এ সকল বিষয়ে প্রতিভাবান শিশুদের পদক প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়ে থাকে। এ প্রতিযোগিতা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।
--------------------------------------------------
আরও দেখুন-
--------------------------------------------------
প্রাথমিক শিক্ষার পদক নীতিমালা স্ক্রল করে নিচ থেকে দেখে নিন-
আর্টিকেলটি ভালো
লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার
টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
Great Post....
উত্তরমুছুনAmitav Biswas, আপনাকে ধন্যবাদ।
মুছুন