জাতীয় পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্ৰীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগিদের উচ্চতা নির্ধারণ সংক্রান্ত পত্র:
জাতীয় পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্ৰীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগিদের উচ্চতা নির্ধারণ সংক্রান্ত পত্র:
সম্মানিত পাঠক, পোস্টের মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে আপনাদের জন্য আয়োজিত বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে-“প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পরিপত্র” ও “প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র”, “মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র” ও “উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র”,“বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল” এবং “পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল”“তথ্য ওপ্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র” এবং “ডিজিটাল কন্টেন্টসমূহ”“পাঠ্য বইয়ের ই-সংষ্করণ” , “ধর্মীয় ই-বুকসমূহ” এবং “আইন ও বিধিমালার ই-বুকসমূহ”, “জাতীয় পরিচয় বিষয়ক প্রজ্ঞাপন”,“জন্ম-মৃত্যু নিবন্ধনেরপ্রজ্ঞাপন ও পত্র”, “জাতীয় বেতন স্কেলসমূহ”, “বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্র” “মুক্তিযোদ্ধাদের গেজেট ও তালিকা” ও মুক্তিযোদ্ধা ভাতার প্রজ্ঞাপন ও পত্র” এবং “সকল সেবার ফরম এক ঠিকানায়”সহ বিভিন্ন ধরনের গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদিসহ আরও অনেক গুরূত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক, পোস্টের মূল কথায়।
জাতীয় পর্যয়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪ এর নিম্নবর্ণিত উচ্চতা অনুযায়ী প্ৰতিযোগী নির্ধারণ করে সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়ে পত্র দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সে চিঠিতে বলা হয়েছে-
ক) আন্ত: প্ৰাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিম্নরূপ ২টি গ্রুপে অনুষ্ঠিত হবে।
১) ক গ্রুপ (ছাত্র) : ১ম থেকে ২য় শ্রেণীর শিক্ষার্থী, উচ্চতা:- সর্বোচ্চ= ৪'- ৬"
ক গ্রুপ (ছাত্রী) : ১ম থেকে ২য় শ্রেণীর শিক্ষার্থী, উচ্চতা-সর্বোচ্চ= ৪'-৪"
২) খ গ্রুপ (ছাত্র) : ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী, উচ্চতা- সবোর্চ ৪'-১১"
খ গ্রুপ (ছাত্রী) ; ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী, উচ্চতা-সিবোর্চ ৪'-৯"
সম্মানিত পাঠক, উচ্চতা নির্ধারণ সংক্রান্ত পত্রটি অরিজিনাল ফর্মেটে হুবহু দেখতে ও ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।
সবার শুভ কামনায়- আল্লাহ হাফিজ।
কোন মন্তব্য নেই