ঠাকুরগাঁও জেলার ২৭৯ জন সহকারি শিক্ষকের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব লাভ:
সম্মানিত
পাঠক, পোস্টের মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই “সকল গেজেট
এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে আপনাদের জন্য আয়োজিত বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে-
“প্রাথমিক
শিক্ষার প্রজ্ঞাপন ও পরিপত্র” ও “প্রাথমিক
শিক্ষার অফিস আদেশ ও পত্র”, “মাধ্যমিক
শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র” ও “উচ্চ
শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র”,
“বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল” এবং “পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল” “তথ্য ওপ্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র”
এবং “ডিজিটাল কন্টেন্টসমূহ” “পাঠ্য বইয়ের ই-সংষ্করণ” , “ধর্মীয় ই-বুকসমূহ” এবং “আইন ও বিধিমালার ই-বুকসমূহ”, “জাতীয়
পরিচয় বিষয়ক প্রজ্ঞাপন”, “জন্ম-মৃত্যু
নিবন্ধনেরপ্রজ্ঞাপন ও পত্র”, “জাতীয় বেতন স্কেলসমূহ”, “বিভিন্ন
আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্র” “মুক্তিযোদ্ধাদের গেজেট ও তালিকা” ও মুক্তিযোদ্ধা
ভাতার প্রজ্ঞাপন ও পত্র” এবং “সকল সেবার ফরম এক ঠিকানায়”সহ বিভিন্ন ধরনের গুরূত্বপূর্ণ
গেজেট, পরিপত্র ও পত্রাদিসহ আরও অনেক গুরূত্বপূর্ণ
বিষয়। এবার আসা যাক, পোস্টের মূল কথায়।
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা, ০৫ মাঘ, ১৪২৪
বঙ্গাব্দ/ ১৮ জানুয়ারি,২০১৮ খ্রি: তারিখের স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০৮.১২.০১৫.১৭-৬৭,
প্ৰজ্ঞাপন দ্বারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার ২৭৯ জন সহকারি শিক্ষকগণকে কয়েকটি
শর্তে প্রধান শিক্ষকের শূন্যপদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। শর্তসমূহ এ
রকম-(১) উক্ত চলতি দায়িত্ব প্রদানকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না; (২) চলতি
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ নিজ বেতন স্কেলে বেতন ভাতাদি আহরণ করবেন; (৩) পিএসসি’র
সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণযোগ্য এবং সেক্ষেত্রে চলতি
দায়িতৃপ্রাপ্ত শিক্ষক কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না; (৪) চলতি
দায়িত্বের আদেশ প্রাপ্তির ০৫(পাঁচ) কর্ম দিবসের মধ্যে প্রধান শিক্ষকের চলতি
দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগণের পদায়ন আদেশ জারি করতে হবে ইত্যাদি।
সম্মানিত পাঠক, ঠাকুরগাঁও জেলার প্ৰজ্ঞাপনটি অরিজিনাল ফর্মেটে হুবহু দেখতে ও ডাউনলোড
করে নিতে এখানে ক্লিক করুন।
সবার শুভ কামনায়-
আল্লাহ হাফিজ।
কোন মন্তব্য নেই