বেসরকারি শিক্ষক নিয়োগ পরিপত্র-২০১৫:
সম্মানিত পাঠক, পোস্টের মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে আপনাদের জন্য আয়োজিত বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে-“প্রাথমিক শিক্ষার প্রজ্ঞাপন ও
পরিপত্র” ও “প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র”, “মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র” ও “উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র”,“বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল” এবং “পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল”“তথ্য ওপ্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র” এবং “ডিজিটাল কন্টেন্টসমূহ”“পাঠ্য বইয়ের ই-সংষ্করণ” , “ধর্মীয় ই-বুকসমূহ” এবং “আইন ও বিধিমালার ই-বুকসমূহ”, “জাতীয় পরিচয় বিষয়ক প্রজ্ঞাপন”,“জন্ম-মৃত্যু নিবন্ধনেরপ্রজ্ঞাপন ও পত্র”, “জাতীয় বেতন স্কেলসমূহ”, “বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্র” “মুক্তিযোদ্ধাদের গেজেট ও তালিকা” ও মুক্তিযোদ্ধা ভাতার প্রজ্ঞাপন ও পত্র” এবং “সকল সেবার ফরম এক ঠিকানায়”সহ বিভিন্ন ধরনের গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদিসহ আরও অনেক গুরূত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক, পোস্টের মূল কথায়।
পরিপত্র” ও “প্রাথমিক শিক্ষার অফিস আদেশ ও পত্র”, “মাধ্যমিক শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র” ও “উচ্চ শিক্ষার প্রজ্ঞাপন ও পত্র”,“বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ম্যানুয়াল” এবং “পেশাগত প্রশিক্ষণ ও ম্যানুয়াল”“তথ্য ওপ্রযুক্তি বিষয়ক প্রজ্ঞাপন ও পত্র” এবং “ডিজিটাল কন্টেন্টসমূহ”“পাঠ্য বইয়ের ই-সংষ্করণ” , “ধর্মীয় ই-বুকসমূহ” এবং “আইন ও বিধিমালার ই-বুকসমূহ”, “জাতীয় পরিচয় বিষয়ক প্রজ্ঞাপন”,“জন্ম-মৃত্যু নিবন্ধনেরপ্রজ্ঞাপন ও পত্র”, “জাতীয় বেতন স্কেলসমূহ”, “বিভিন্ন আর্থিক সুবিধার প্রজ্ঞাপন ও পত্র” “মুক্তিযোদ্ধাদের গেজেট ও তালিকা” ও মুক্তিযোদ্ধা ভাতার প্রজ্ঞাপন ও পত্র” এবং “সকল সেবার ফরম এক ঠিকানায়”সহ বিভিন্ন ধরনের গুরূত্বপূর্ণ গেজেট, পরিপত্র ও পত্রাদিসহ আরও অনেক গুরূত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক, পোস্টের মূল কথায়।
সরকার এস. আর.ও. নং- ৩০৯-আইন/২০১৫, তারিখ: ২১ অক্টোবর, ২০১৫ এর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ (২০০৫ সনের ১নং আইন) এর ধারা ২১ এ প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ এর অধিকতর সংশোধন করেছে। এ প্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রমে কিছু পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন হবে। পরিবর্তিত পদ্ধতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হতে শীঘ্রই একটি পরিপত্র জারি করা হবে। বর্ণিত পরিপত্র জারির পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে বেসরকারি শিক্ষক নিয়োগ যাতে সংশোধীত বিধির ব্যত্যয় না ঘটে সে জন্য সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ
১. পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সকল শূণ্যপদে নিয়োগ
কার্যক্রম বন্ধ থাকবে। এ নির্দেশনাটি বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ এর অধিকতর সংশোধনীর গেজেট প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ২২ অক্টোবর ২০১৫ তারিখ হতে কার্যকর হবে প্রভৃতি।
সম্মানিত পাঠক, শিক্ষক নিয়োগ পরিপত্রটি অরিজিনাল ফর্মেটে হুবহু দেখতে ও ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।
সবার শুভ কামনায়- আল্লাহ হাফিজ।
Besorkari college teacher neog er bidhi 2000 sal er.kothai pabo bolte parben?????
উত্তরমুছুনবতমান কতো পয়েন্টে ১ম,২য় ৩য় বিভাগ হিসাবে গন্য হবে জানতে চাই
উত্তরমুছুন