জিপিএফ এবং সিপিএফ - এর ইনক্রিমেন্ট/সুদের হার বৃদ্ধি/Increasing the rate of increment / interest rate of GPF and CPF.
জিপিএফ এবং সিপিএফ -
এর ইনক্রিমেন্ট/সুদের হার বৃদ্ধি/Increasing the rate of increment / interest rate of GPF
and CPF.
সম্মানিত পাঠক, পোস্টের
মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই “সকল গেজেট এক ঠিকানায়”
শিরোনামের এ বাংলা ব্লগে আপনাদের জন্য আয়োজিত বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে-
প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিষয় ভিত্তিক ও পেশাগত প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তি, বিভিন্ন বিধি-বিধান, ধর্মীয় বইসহ, পাঠ্য বইয়ের ই-বুক, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, জাতীয় বেতন স্কেল, সরকারি
বিভিন্ন আর্থিক সুবিধাদি, এবং
মুক্তিযোদ্ধাদের তালিকাসহ আরও অনেক গুরূত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক, পোস্টের
মূল কথায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ শাখা,
১৬-০৮-২০১৬ খ্রিষ্টাব্দ, ০.১-০.৫-১৪২৩ বঙ্গাব্দ
The General Provident
Fund Rules, 1979 EN57 Rule 12 ( 1 ) এবং The Contributory
Provident Fund Rules, 1979 এর Rule 12 এর বিধান অনুসার ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভূক্ত সাধারণ
ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) এর ইনক্রিমেন্ট(Increment) /সুদের হার(Rate of Interest) ১৩% (শতকরা তের) এ নির্ধারণ করা হলো।
সম্মানিত পাঠক, জিপিএফ এবং সিপিএফ - এর ইনক্রিমেন্ট/সুদের হার বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনটি
সরাসরি দেখতে ও ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।
সবার
জন্য শুভ কামনা রইলো-আল্লাহ হাফিজ।
কোন মন্তব্য নেই