৭ম জাতীয় বেতন স্কেল, ২০০৯/ 7th National Salary Scale, 2009.
৭ম জাতীয় বেতন স্কেল, ২০০৯/7th National Salary Scale, 2009.
৭ম জাতীয় বেতন স্কেল, ২০০৯/7th National Salary Scale, 2009.
এই আদেশের অনুচ্ছেদ ৬ এর বিধান অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে বেতন নির্ধারণ হইবে এবং এই নির্ধারিত বেতন ১ জুলাই, ২০০৯ হইতে প্ৰদান করা হইবে। তবে, অন্যান্য সকল ভাতদি ৩০ জুন, ২০০৯ তারিখে প্রাপ্য অংকে ৩০ জুন, ২০১০ পর্যন্ত প্ৰদান করা হইবে:
সম্মানিত পাঠক, পোস্টের মূল আলোচনায় যাবার আগে আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই “সকল গেজেট এক ঠিকানায়” শিরোনামের এ বাংলা ব্লগে আপনাদের জন্য আয়োজিত বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে-এই আদেশের অনুচ্ছেদ ৬ এর বিধান অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে বেতন নির্ধারণ হইবে এবং এই নির্ধারিত বেতন ১ জুলাই, ২০০৯ হইতে প্ৰদান করা হইবে। তবে, অন্যান্য সকল ভাতদি ৩০ জুন, ২০০৯ তারিখে প্রাপ্য অংকে ৩০ জুন, ২০১০ পর্যন্ত প্ৰদান করা হইবে:
প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিষয় ভিত্তিক ও পেশাগত প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তি, বিভিন্ন বিধি-বিধান, ধর্মীয় বইসহ, পাঠ্য বইয়ের ই-বুক, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, জাতীয় বেতন স্কেল, সরকারি বিভিন্ন আর্থিক সুবিধাদি, এবং মুক্তিযোদ্ধাদের তালিকাসহ আরওঅনেক গুরূত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক, পোস্টের মূল কথায়।
১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়ােগ - (১) এই আদেশ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ নামে অভিহিত হইবে।
(২) এই আদেশ উপ-অনুচ্ছেদ (৩) এর বিধান সাপেক্ষে, ১ জুলাই, ২০০৯ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৩) এই আদেশের অনুচ্ছেদ ৩ এ উল্লেখিত জাতীয় বেতনস্কেল ১ জুলাই, ২০০৯ তারিখে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কার্যকর হইবে, যথা :-
(ক) এই আদেশের অনুচ্ছেদ ৬ এর বিধান অনুযায়ী ১ জুলাই, ২০০৯ তারিখে বেতন নির্ধারণ হইবে এবং এই নির্ধারিত বেতন ১ জুলাই, ২০০৯ হইতে প্ৰদান করা হইবে। তবে, অন্যান্য সকল ভাতদি ৩০ জুন, ২০০৯ তারিখে প্রাপ্য অংকে ৩০ জুন, ২০১০ পর্যন্ত প্ৰদান করা হইবে:
(খ) জাতীয় বেতনস্কেল, ২০০৯ কার্যকর হইবার তারিখ অর্থাৎ ১ জুলাই, ২০০৯ হইতে মহাৰ্য ভাতা অবলুপ্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ১ জুলাই, ২০০৯ হইতে ইতোমধ্যে আহরিত মহাৰ্যভাতা প্রাপ্য বকেয়ার সহিত সমনুয়া করিতে হইবে:
(7) ১ জুলাই, ২০০৯ তারিখ হইতে যে সকল কর্মকর্তা/কর্মচারী অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে আছেন তাহারা অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে থাকার সময় ৩০ জুন, ২০০৯ তারিখে আহরিত মহাৰ্যভাতা পাইতে থাকিবেন।
ব্যাখ্যাঃ কোন কর্মকর্তা/কর্মচারী ১ জুলাই, ২০০৯ তারিখে অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে আছেন। দফা (গ) এর বর্ণনা মোতাবেক তিনি ৩০ জুন, ২০০৯ তারিখে যে হারে মহাৰ্যভাতা পাইতেন; সেই হারে উক্ত মহাৰ্যভাতা অবসরপ্রস্তুতিমূলক দুটি (এল পি আর) শেষ না হওয়া পর্যন্ত প্রাপ্য হইবেন।
(৪) এই আদেশ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ ব্যতীত প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত সকল ব্যক্তির (কর্মকর্তা/কর্মচারী) ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা-
(ক) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত জুডিশিয়াল কর্মকর্তাগণ:
(2) যে সকল বেসামরিক কর্মকর্তা/কর্মচারীকে প্রতিরক্ষা প্রাক্কলন হইতে বেতন প্ৰদান করা হয় তাহারা ব্যতীত প্রতিরক্ষা সার্ভিসসমহে নিয়োজিত ব্যক্তিগণ;
(গ) পুলিশ বাহিনী ও বাংলাদেশ রাইফেলস এ নিয়োজিত ব্যক্তিগণ;
সম্মানিত পাঠক, ৭ম জাতীয় বেতন স্কেল, ২০০৯ সরাসরি দেখুন নিচে-
৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ দেখুন এখানে:
আর্টিকেলটি ভালো
লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার
টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই